এককভাবে নির্বাচনে প্রস্তুতি নিয়ে রাখছে জাতীয় পার্টি। ভোটের মাঠে বড় সমর্থন না থাকলেও ক্ষমতার রাজনীতিতে এখনো ফ্যাক্টর সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদ ও তার দল জাতীয় পার্টি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশ নিলে আবারও আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের শরীক হয়ে লড়বে দলটি।

দলটির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ জানান তিন’শ আসনে লড়াই করার মতো প্রার্থী বাছাই কাজ এগিয়ে রাখা হয়েছে।ক্ষমতার ভারসাম্য রাজনীতিতে জোটভূক্ত লড়াই এখন জনপ্রিয়। আর এ আলোচনার কেন্দ্র বিন্দুতে বরাবরই থাকে এরশাদের জাতীয় পার্টি। ১৯৯৬ সালে চার দলীয় জোটের হয়ে নির্বাচনে অংশ নিলেও, ২০০৬ সালে এসে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট হয়ে ভোটের মাঠে নামে। নবম জাতীয় সংসদ নির্বাচনে ৪৯টি আসনে লড়াই করে দলটি।

সম-সাময়িক রাজনীতি প্রসঙ্গে সাবেক রাষ্ট্রপতি জানান, দেশ এখন কঠিন সময় পার করছে। খালেদা জিয়ার কারাবাস নিয়েও কথা বলেন এরশাদ। রাজনীতির হিসেব নিকেশে আগামী নির্বাচনে জাতীয় পার্টির অবস্থান অনেক ভাল হবে- বলছিলেন দলটির কর্ণধার হুসেইন মুহাম্মদ এরশাদ। তবে যাই হোক একাদশ নির্বাচনে বিএনপির অংশ নেয়া উচিত বলেও মনে করেন হুসেইন মুহাম্মদ এরশাদ। বলেন গণতন্ত্রের যাত্রা অব্যহত রাখতে চাইলে প্রতিযোগিতামূলক নির্বাচনের কোন বিকল্প নেই।

ন্যাশনাল ডেস্ক, বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে