কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. এমরান কবির চৌধুরীর সভাপতিত্বে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আওতায় বাস্তবায়নাধীন ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন-শীর্ষক প্রকল্পের’ প্রকল্প বাস্তবায়ন কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সকাল ১১.৩০ ঘটিকায় কুবি কনফারেন্স কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় মাননীয় ট্রেজারার অধ্যাপক ড. মো আসাদুজ্জামান, পরিকল্পনা কমিশনের উপসচিব নিশাত জাহান, বিশ্ববিদ্যালয় মন্জুরী কমিশনের পরিচালক ড. ফেরদৌস জাহান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব মুহাম্মদ জহুরুল ইসলাম, অর্থ মন্ত্রণালয়ের ফিন্যান্স ডিভিশনের উপসচিব তনিমা তাসনিম, কুবি রেজিস্ট্রার অধ্যাপক ড. মোঃ আবু তাহের, পরিকল্পনা কমিশনের উপসচিব মোঃ মোস্তাফিজুর রহমান, মাধ্যমিক ও উচ্চা শিক্ষা বিভাগের উপসচিব আসমা নাসরীন, পরিকল্পনা মন্ত্রণালয়ের আইএমইডি উপ-পরিচালক ড. মোঃ মাহমুদুল হাসান, পরিকল্পনা কমিশনের আর্থ-সামাজিক অবকাঠামো বিভাগের উপসচিব নাহিদ উল মোস্তাকসহ প্রকল্প সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। সভায় প্রকল্প বাস্তবায়ন অগ্রগতি বিষয়ক পর্যালোচনা করা হয় এবং প্রকল্প নির্দিষ্ট সময়ের মধ্যে বাস্তবায়নের জন্য সভার সভাপতি সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানান।

ক্যাম্পাস ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে