কে এম মিঠু,টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের সার্বিক বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে। যমুনা নদীর পানি স্থিতিশীল থাকলেও ধলেশ্বরী ও ঝিনাইসহ অনান্য নদী পানি আরো বৃদ্ধি পেয়েছে।
নদীর পানি বৃদ্ধির ফলে বিভিন্ন উপজেলার বিস্তির্ণ জনপদ বন্যা কবলিত হয়ে আছে। এসব এলাকায় দেখা দিয়েছে জলাবদ্ধতা। রাস্তাঘাট, ঘরবাড়ি ও ফসলী জমিসহ বিভিন্ন স্থাপনা বন্যার পানিতে তলিয়ে আছে। এছাড়াও বিভিন্ন স্থানে নদী ভাঙ্গনও অব্যাহত আছে। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে গত ২৪ ঘন্টায় যমুনা নদীর পানি স্থিতিশীল থাকলেও ধলেশ্বরী, ঝিনাইসহ অন্যান্য নদীর পানি বৃদ্ধি পেয়েছে।
যমুনা নদীর পানি বিপদসীমার ৬৭ সেন্টিমিটার, ধলেশ্বরী নদীর পানি বিপদসীমার ৭৮ সেন্টিমিটার ও ঝিনাই নদীর পানি বিপদসীমার ৯২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
টাঙ্গাইল জেলা ডেস্ক ।। বিডি টাইমস নিউজ