দেশের সনামধন্য মাল্টিমিডিয়া বিরহী মাল্টিমিডিয়ার প্রযোজনায়, তরুণ অভিনেতা ও নির্মাতা শেখ ফরিদ পলকের পরিচালনায় ‘হ্যাপিনেস’ শর্ট ফিল্মটি আজ মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে মুক্তি পেতে যাচ্ছে।
ফিল্মটির পরিচালক পলক জানায়, গল্পটিতে সমাজের অবহেলিত ও সুভিধাবঞ্চিত মানুষের প্রতি আমাদের সহমর্মিতা’র বিষয়টিকে কেন্দ্র করে নাটকটি তৈরি করা হয়েছে। গল্পটির মাধ্যমে সাধারণ মানুষের কাছে একটি সামাজিক মেসেজ দেওয়ার চেষ্টা করেছি। সকলকে নাটকটি দেখার জন্য বিশেষ অনুরোধ করছি।
নাটকটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছে মাল্টিমিডিয়ার কর্ণধার বিরহী মোক্তার, শিমা আক্তার ও মেহেজাবিন। এছাড়াও পার্শ্ব চরিত্রে অভিনয় করেছে তাহের মাহমুদ, স্বর্ণা শীল, তিশা, মম, সেলিম প্রমুখ। আবহ সঙ্গীত করেছে শিশির রহমান ও প্রধান চিত্রগ্রহণ করেছে রাসেল রহমান।
বিনোদন ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ














