৩৪তম বিসিএস ফোরামের সভাপতি নির্বাচিত হয়েছেন বান্দরবানের সহকারী কমিশনার মো. আজিজুর রহমান ও সাধারণ সম্পাদক হয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার মো. ইলিয়াছ হোসেন। শনিবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি ক্যাফেটেরিয়ায় ৩৪তম বিসিএস ফোরামের প্রথম সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়।
৩৪তম বিসিএস ফোরামের পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। কমিটিতে সহসভাপতি হিসেবে মো. কামরুল হাসান সোহেল (বিসিএস প্রশাসন), যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মো. শাহিনুর ইসলাম শাহিন (বিসিএস পুলিশ), সাংগঠনিক সম্পাদক হিসেবে মো. আতিকুর রহমানকে (বিসিএস তথ্য) দায়িত্ব দেয়া হয়। কমিটি আগামী দুই বছরের জন্য দায়িত্ব পালন করবে বলে ফোরামের পক্ষ থেকে জানানো হয়।
অনলাইন ডেস্ক, বিডি টাইম্স নিউজ