ভারত থেকে বাণিজ্যিকভাবে প্রথম কয়লা আমদানি করছে বাংলাদেশ। খুলনার রামপালে নির্মিত তাপ বিদ্যুৎকেন্দ্রে ব্যবহারের জন্য এই কয়লা আমদানি করা হচ্ছে। শুক্রবার স্থানীয় সময় দুপুরে কোলকাতা নৌবন্দর থেকে ৩ হাজার ৭৫২টন কয়লা নিয়ে গোদাবরী কমোডিটি লিমিটেডের রাজা রিভার ওয়েজ বার্জটি মোংলা বন্দরের উদ্দেশে রওনা হয়েছে।

ভারতের এনটিপিসি ও বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট করপোরেশন যৌথভাবে এই তাপবিদ্যুৎ কেন্দ্রে কাজ করছে। কলকাতা পোর্ট ট্রাস্টের চেয়ারম্যান বিনিত কুমার জানান, ধানবাদ থেকে আসা কয়লা মোংলা বন্দরে যাচ্ছে। নদীপথের মাধ্যমে দু’দেশের মধ্যে ব্যবসায়িক আদান-প্রদান বাড়ানোর জন্য অনেকদিন ধরেই পরিকল্পনা ছিল। প্রতিমাসেই পশ্চিমবঙ্গ থেকে ৩০ হাজার টন কয়লা খুলনায় পৌঁছাবে বলেও জানান তিনি।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে