মহামরী করোনায় সিনেমা হলগুলো একেবারে মুখথুবড়ে পড়ে আছে। বলা চলে চলচ্চিত্রের অবস্থাও একেবারে নাজুক। কোভিড-১৯ পরিস্থিতি ক্রমেই রূপ পরিবর্তন করছে আর চলচ্চিত্র শিল্পের কফিনে যেন এক একটি পেরেক ঠুঁকে দিচ্ছে। এই পরিস্থিতিতে সিনেমা নির্মাণ চলমান থাকলেও তার সংখ্যা নেহাত’ই কম। গত রোজার ঈদ কেটেছে নতুন ছবিবিহীন। তবে আগামী ঈদকে কেন্দ্র করে বেশ কিছু সিনেমা মুক্তির কথা চাউর হয়েছে ঢালিউডে। এ তালিকায় নতুন সংযোজন চিত্রনায়ক শাকিব খান অভিনীত নতুন সিনেমা ‘লিডার, আমিই বাংলাদেশ’। ছবিটির কেন্দ্রীয় একটি চরিত্রে অভিনয় করছেন আলোচিত চিত্রনায়িকা শবনম বুবলী।

তরুণ নির্মাতা তপু খানের পরিচালনায় ছবিটির নির্মাণ কার্যক্রম শুরু হয়েছিল চলতি বছরের ফেব্রুয়ারিতে। এরই মধ্যে এটির সিংহভাগ কাজ শেষ হয়েছে। সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান বেঙ্গল মাল্টিমিডিয়া বুধবার এমন তথ্য জানিয়েছে। ৪ জুলাই সিনেমাটির সব কাজ শেষ হবে বলে প্রযোজনা সূত্রে জানা গেছে। এ প্রসঙ্গে প্রতিষ্ঠানটির পরিচালক, আরটিভির সিইও ও চলচ্চিত্রটির প্রযোজক সৈয়দ আশিক রহমান বলেন, পূর্ব ঘোষণা অনুযায়ী আমরা শুটিং শুরু করতে পেরেছি। স্বাস্থ্যবিধি মেনে শুটিং করার জন্য পরিচালক এবং শিল্পী কলাকুশলীদের আমাদের পক্ষ থেকে নির্দেশনা রয়েছে। তারা সব কিছু বজায় রেখে যেভাবে কাজ করছে এতে আমরা আশাবাদী। এটি একটি অসাধারণ চলচ্চিত্র হতে যাচ্ছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে