লকডাউনে যাত্রীবাহী ট্রেন বন্ধ থাকলেও চালু রয়েছে পণ্যবাহী ট্রেন। জরুরি পণ্য থেকে শুরু করে কৃষকের উৎপাদিত ফসল বহণের জন্য চলছে এই ট্রেন। রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, কৃষক ও ব্যবসায়ীরা এই পার্সেল ট্রেনের সুবিধা পাচ্ছেন। করোনা সংক্রমণ ঠেকাতে সরকারি বিধি নিষেধে বন্ধ হয়ে যায় গণপরিবহন ও রেল যোগাযোগ। তবে চালু আছে সরকারি খাদ্যপণ্য, জ্বালানী তেল ও কনটেইনারবাহী ট্রেন। ১৪’ই এপ্রিল থেকে চলছে ৪’জোড়া বিশেষ পার্সেল ট্রেন। এসব ট্রেনে সবজি, ফলমূল ও জরুরি পণ্য পরিবহন করা হচ্ছে। এসব পণ্য পরিবহনে মূল ভাড়ার ওপর ২৫ শতাংশ ছাড় দেয়া আছে।
রেল কর্তৃপক্ষ জানায়, ঢাকা-সিলেট, চট্টগ্রাম-সরিষাবাড়ী, খুলনা-চিলাহাটি ও ঢাকা-ঠাকুরগাঁও রুটে চলছে পণ্যবাহী ট্রেন। ঢাকা-সিলেট ও চট্টগ্রাম-সরিষাবাড়ী রুটের ট্রেনগুলো কিশোরগঞ্জের ভৈরববাজার স্টেশনে বিরতি দিয়ে মালামাল উঠানামা করে। অন্যদিকে ঢাকা-ঠাকুরগাঁও ও খুলনা-চিলাহাটি রুটের ট্রেনের বিরতি দেয়া হচ্ছে ঈশ্বরদীতে। কিলোমিটার প্রতি ১ টাকা ১১ পয়সা থেকে শুরু করে ১ টাকা ৫৬ পয়সা পর্যন্ত ভাড়া নির্ধারণ করা আছে।
রেলওয়ের মহাপরিচালক জানান, পার্সেল ট্রেনের মাধ্যমে কৃষক ও ব্যবসায়ীরা সুলভে পণ্য আনা নেয়া করতে পারছে।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ




























