ঢাকায় শোবিজের হাস্যজ্বল ও আদুরে মুখ মৌ খান। ফটোশুট আর বিজ্ঞাপনে কাজের মাধ্যমে অভিনয় ক্যারিয়ার শুরু করলেও বর্তমান ব্যস্ততা বেশি চলচ্চিত্রের নিয়ে। দায়িত্ববোধ, সৃজনশীলতা আর অভিনয় নৈপূণ্যতা দেখিয়ে খুব অল্প সময়ে জায়গা করে নিয়েছেন দর্শকদের মনে। এবার তাকে দেখা যাবে গুণী অভিনেতা ও প্রযোজক মনোয়ার হোসেন ডিপজলের বীপরিতে। ছবির নাম ‘বাংলার হারকিউলিস’। আর এই ছবিতে প্রথমবার একসঙ্গে জুটি বেঁধেছেন মৌ খান ও নাদিম। অমি বনি কথাচিত্রের ব্যানারে ছবিটি নির্মাণ করছেন মনতাজুর রহমান আকবর। ছবিতে বাংলার হারকিউলিস চরিত্রে দেখা যাবে ডিপজলকে, মৌ অভিনয় করছেন পুলিশ ইন্সপেক্টর চরিত্রে।

সম্প্রতি সাভারে ডিপজলের বাড়িতে ছবিটির চিত্রায়ণ শুরু হয়েছে। সব কিছু ঠিক ঠাক থাকলে চলতি বছরই ছবিটি মুক্তি পাবে বলে জানা গেছে। এ প্রসঙ্গে মৌ খান বলেন, ‘হারকিউলিস নামটা শুনেই বুঝতে পারছেন এটি একটি ব্যতিক্রমধর্মী গল্পের ছবি। ছবিতে পুলিশ ইন্সপেক্টর কাজল চরিত্রে অভিনয় করছি আমি। কাজল মূলত একজন আন্ডারকভার ডিবি পুলিশ অফিসার। ছবিতে সমাজের বিভিন্ন প্রতিকূলতার ফুটিয়ে তোলা হয়েছে। যেখানে রয়েছে একাধিক কিশোরী ধর্ষণ ও খুনের ঘটনা। শুধু তাই নয়, ওই সমস্ত কিশোরীদের শরীরের বিভিন্ন অংশ পাচার করা হয় দেশের বাইরে। এখানে হারকিউলিসকে দেখা যাবে আইনের বিরুদ্ধে গিয়ে এই সব কর্মকান্ডে জড়িতদের দমনে কাজ করতে। আর তার মুখোমুখি হবে কাজল।

সব মিলিয়ে চলচ্চিত্রের ক্রান্তিলগ্নে ভালো একটি ছবি পেতে যাচ্ছে দর্শক। বাকীটা জানার বা বোঝার জন্য দর্শককে হলে গিয়ে ছবিটি দেখার আগাম আমন্ত্রণ জানাচ্ছি। এরআগে একই প্রযোজনা প্রতিষ্ঠান থেকে ‘অমানুষ হলো মানুষ’ নামক একটি ছবির কাজ শেষ করেছেন মৌ খান। সফল নির্মাতা মনতাজুর রহমান আকবরের পরিচালনায় এ ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন জয় চৌধুরী ও মৌ খান।

প্রসঙ্গত, গুণী নির্মাতা সুজন বড়ুয়ার হাত ধরে ‘বান্ধব’ ছবি দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয় মৌ খানের। এরপর ‘বাহাদুরি’ ও ‘প্রতিশোধের আগুন’ ছবিতে কাজ করেছেন তিনি।

বিনোদন ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে