এসএম শাফায়েত, বিনোদন ডেস্ক।। বাংলা নাটকের শক্তিমান অভিনেতা ও নির্মাতা শামীম জামানের নাটক মানেই শিক্ষা, সংস্কৃতি আর জীবনের গল্প। তারকা জুটি আর জনপ্রিয় মুখ নিয়ে যখন নাটক তৈরির হিড়িক চলছে তখনও তার নাটকে পরিবার-পরিজন, বন্ধু-বান্ধব আর মফস্বল জীবনের নিত্যাদিনের চিত্র বিদ্যামান।
সম্প্রতি শামীম জামানের মুক্তিপ্রাপ্ত ‘ভয়’ ও ‘ন্যাড়া বউ’ নাটক দুটি ব্যাপক সাড়া ফেলেছে অন্তর্জালে। প্রকাশের পর খুব অল্প সময়ের মধ্যে নাটক দুটি ইউটিউব ট্রেন্ডিংয়ে সেরা দশে জায়গা করে নিয়েছে। নাট্যনির্মাতারা যেখানে সময়ের সঙ্গে তাল মেলাতে ব্যস্ত সেখানে সম্পূর্ণ বিপরীত পথের পথিক শামীম জামান। পরিবার, সমাজ এবং জীবনঘনিষ্ঠ গল্পের প্রতি তার টান বরাবরই মতোই ‘ভয়’ ও ‘ন্যাড়া বউ’ নাটকে দৃশ্যমান। লোকেশন, সিনেমাটোগ্রাফি, অভিনয়, কমেডি আর গল্পের চূড়ান্ত ম্যাসেজের কম্বিনেশন দর্শকদের মন কেড়েছে বলা যায়। ফলে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে মিলিয়ন ভিউ অতিক্রম করেছে নাটক দুটি।
শামীম জামানের রচনা, চিত্রনাট্য ও পরিচালনায় নির্মিত ‘ভয়’ নাটকটি প্রকাশ করা হয়েছে ‘ঈগল প্রিমিয়ার স্টেশন’ ইউটিউব চ্যানেলে। এতে অভিনয় করেছেন মোশাররফ করিম, সালহা খানম নাদিয়া, শামীম জামান, মাছুম বাশার ও মিলি বাশার প্রমুখ। এছাড়া তার ‘ন্যাড়া বউ’ নাটকটি প্রকাশ করা হয়েছে ‘শরৎ টেলিফিল্ম’ ইউটিউব চ্যানেলে। এতে অভিনয় করেছেন শামীম জামান, ফারজানা রিক্তা, দিলু মজুমদার, আমানুল হক হেলাল, আফরোজা আক্তার ও হেদায়েত নান্নু প্রমুখ।
নাটকের মাধ্যমে সমাজে শিক্ষণীয় বার্তা পৌঁছে দেয়ার প্রয়াসের কথা জানিয়ে শামীম জামান বলেন, ‘এটি সত্যিই আনন্দের সংবাদ। এক সঙ্গে দুটি নাটক ইউটিউবে প্রকাশ করা হয়েছে। আর তা ট্রেন্ডিংয়ে সেরা দশের মধ্যে অবস্থান করে রেকর্ড করেছে। যেখানে ভালোবাসা দিবসসহ নানান বিষয় নিয়ে আধুনিক, রোমান্টিক আর হাস্যরসাত্মক নাটকে সয়লাব। সেখানে সবগুলো ছাপিয়ে শীর্ষে জায়গা করে নিয়েছে আমার নাটক দুটি। আমি সব সময় চেষ্টা করি নাটকের মাধ্যমে সমাজে শিক্ষণীয় বার্তা দিতে। এবারও তার ব্যতিক্রম হয়নি। তবে এতোটা সাড়া পাবো কল্পনা করিনি। দর্শকদের ভালোবাসাই সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা।’
শামীম জামান আরও বলেন, “এই সাফল্য প্রমাণ করে গ্রামীন নাটকের এখনো প্রচুর চাহিদা রয়েছে। সাধারণত শহরের মানুষদের মনে গ্রামীন নাটকের চাহিদা বরাবরই বেশি থাকে। যেহেতু অধিকাংশই গ্রামে হারানো শৈশব কাটানোর পর জীবিকার তাগিদে শহরে চলে আসেন। অপরদিকে গ্রামীন মানুষদের মনে শহরকে ঘিরে থাকে বাড়তি কৌতুহল। তাই তাদের চাহিদার তালিকার শহুরে নাটকের স্থান থাকে উপরে। তবে সেসব ছাপিয়ে গ্রামীন নাটকের দর্শক এখনো আছে সেটিই প্রমাণ করেছে ‘ভয়’ ও ‘ন্যাড়া বউ’।”
বিনোদন ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ














