তাই হয়তো আপনি ভাবতে পারেন লকডাউনের মধ্যে বিশ্ব সংগীতেও হয়তো গানের মন্দা দেখা দিয়েছে। কিন্তু আপনার ধারণাটি পুরোটাই ভুল। চলুন দেখে নেওয়া যাক এবছরের পাঁচটি বহুল আলোচিত, সবচেয়ে বেশি সংখ্যকবার দেখা গানের ভিডিওগুলো।পঞ্চম স্থানে আছে সিক্সইক্সনাআইনের গাওয়া স্প্যানিশ গুবা গানটি, দেখা হয়েছে ৬৫৭ মিলিয়ন বার। বাদশাহ ফিট পায়েল দেব এর গাওয়া গেন্ধা ফুল গানটি স্থান পেয়েছে চতুর্থ স্থানে, শোনা হয়েছে ৬৯২ মিলিয়ন বার। গানটিতে কিছু বাংলা লাইনের সমাগম রয়েছে। যা বাঙ্গলী দর্শকদের জন্য হতে পারে বিশেষ কিছু। ৭১৩ মিলিয়ন ভিউ নিয়ে তৃতীয় স্থানেই রয়েছে কোরীয় মেয়েদের গানের দল ব্লাকপিংকের গাওয়া হাউ ইউ লাইক দেট গানটি। তরুণীদের ক্রাশ কোরীয় সেপ্টেট বিটিএস এর গাওয়া ডাইনামাইট রয়েছে দ্বিতীয় স্থানে, দেখা হয়েছে ৭৩ কোটি ৭৪ লক্ষ বার।
এই গানটি তাদের গাওয়া প্রথম অল ইংলিশ গান। যা কিনা তাদের এনে দিয়েছে প্রথম কোরীয় গানের দল হিসেবে বিলবোর্ড হট ১০০ তে প্রথম স্থান। সর্বশেষ ড্রেক ফিট ফিউচার এর লাইফ ইজ গুড গানটি ১.৪১ বিলিয়ন ভিউ নিয়ে রয়েছে প্রথম স্থানে।
মোবাশ্বেরা খানম
বিনোদন ডেস্ক ।। বিডি টাইমস নিউজ














