ছায়ানটে শুরু হয়েছে চার দিন ব্যাপী নজরুল আয়োজন ।ছায়ানটের প্রতিষ্ঠার সময় থেকে আজ পর্যন্ত সংশ্লিষ্ট, দেশে-বিদেশে বসবাসকারীসকল সংগঠক,শিল্পী,শিক্ষক, শিক্ষার্থীকে যুক্ত করার উদ্যোগ নিয়েছে ছায়ানট।

১৭ ডিসেম্বর থেকে শুরু হয়েছে কাজী নজরুল ইসলামকে ঘিরে আয়োজন ” নাই দুঃখ, আছে শুধু প্রাণ” চারদিনব্যাপী এই আয়োজনে থাকছে নজরুলের ভক্তিমূলক,রাগাশ্রয়ী,গীতিআলেখ্য,স্বদেশ,উদ্দীপনা, পাঠ-আবৃত্তি,আধুনিক- লোক গান,নৃত্য পরিবেশনা,কথন ও প্রয়াত গুণী শিক্ষকদের প্রতি শ্রদ্ধাঞ্জলি। অংশ নেবেন খায়রুল আনাম শাকিল,শারমীন ইসলাম ময়না,ছায়ানটের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

অনুষ্ঠানটি সরাসরি দেখা যাবে ১৭-২০ ডিসেম্বর প্রতিদিন বাংলাদেশ সময় রাত ৯টায়,ছায়ানটের ইউটিউব চ্যানেল,ছায়ানটের ডিজিটাল প্লাটফর্ম ও ছায়ানটের ফেসবুক পেজে। অনুষ্ঠান দেখার লিঙ্কঃ   bit.ly/chhayanaut এবং https://www.facebook.com/groups/chhayanaut

মোবাশ্বেরা খানম
বিনোদন ডেস্ক ।। বিডি টাইমস নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে