এসএম শাফায়েত, বিনোদন ডেস্ক।। আবারও ‘ স্বপ্ন ভাঙ্গা ঢেউ ’ এ ভেঙ্গে গেলো আহমেদ জসিমের ‘মায়াজাল’। যেখানে আছে তানিয়া রেজা তন্নী’র বিবাহ বিভ্রাট। সম্পাদনার শেষ প্রান্তে এ তিনটি স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র। খুব শিগগিরই দেখা যাবে ইউটিউব চ্যানেলে। সম্প্রতি শুটিং শেষ হলো এই স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্রের। উলুখোলায় বিভিন্ন মনোরম লোকেশনে চিত্রায়িত করা হয়েছে। এই স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্রে আরো অভিনয় করছেন, নাদিয়া ইসলাম, কাজী কামাল, তারেক, রিয়াজ, আল-আমিন, মুন্না, জান্নাতসহ অনেকে।

‘মায়াজাল’, ‘স্বপ্ন ভাঙ্গা ঢেউ’ ও ‘বিবাহ বিভ্রাট’ নামের তিনটি স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র প্রযোজনা করছে এ জেড প্রোডাকশন। এতে অভিনয় করেছেন এ সময়ের ব্যস্ততম অভিনেতা, দৃষ্টিপাত নাট্যসংসদ ও কাদামাটি’র নিয়মিত নাট্যকর্মী আহমেদ জসিম। নাটকের গল্পে দেখা যাবে, মানুষের দৈনন্দিন জীবনের সকল ঘটনা। বেঁচে থাকার জন্য জীবন যুদ্ধ তারপরেও আনন্দকে পাবার এক বিশাল মহাজগৎ। এই জাগতিক ভাবনার মধ্য দিয়ে এগিয়ে চলে গল্পের একেকটি দৃশ্য দর্শকের ভালোবাসা পাবে এমন প্রত্যাশা আহমেদ জসিম প্রকাশ করছে শুটিং চলাকালীন সময়। বিজয়ের মাসে সব কয়টি স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র মুক্তি দেয়া হবে বলে নিশ্চিত করেছে প্রযোজনা প্রতিষ্ঠানটি।

বিনোদন ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে