এসএম শাফায়েত, বিনোদন প্রতিবেদক।। অভিনয় শুরু হয়েছিল মুরাদ পারভেজের ধারাবাহিক নাটক ‘রেডিও জকি এবং কতিপয় গল্প’ দিয়ে। প্রথম নাটকেই সাবলিল অভিনয়ে সবার কাছে বেশ ভালো অভিনেত্রী হিসাবে পরিচিত। এরপর একই পরিচালকের একক নাটক ‘সেই রাতে বৃষ্টি ছিলো’তে সজলের সাথে জুটি বেধে তার অভিনয় প্রতিভার সাক্ষর রেখেছেন। এই নাটকে একটি অতি প্রাকৃত চরিত্রে তাকে দেখা গিয়েছিলো। এরপর বেশ কিছু বিজ্ঞাপনের মডেল হলেন, শর্ট ফিল্ম ‘বিউটি-২’ এবং ‘অন্তহীন’ তাকে নিয়ে গেল ভিন্ন মাত্রায়। ধীরে ধীরে শিখতে থাকলেন অভিনয়ের কলা কৌশল। তারপর অনেক দিন বিরতি। গ্রাজুয়েশন করার জন্য চলে গেলেন সুদূর চীনে।

হঠাৎ বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের কারনে দেশে ফিরতে বাধ্য হলেন। এরপর শুরু হলো নতুন ধারাবাহিক নাটক ‘স্মৃতির আলপনা আঁকি’র কাজ। ড. মাহফুজুর রহমান এর উপন্যাসের চরিত্র কল্পনা ব্যানার্জীকে দর্শকের কাছে জীবন্ত করে তুললেন।

সে কথা বলতে গেলে ফিরতে হবে ১৯৬৫ সালে। সেই সময়ের একটা মধ্যবিত্ত হিন্দু ব্রাহ্মণ ঘরের নারী চরিত্রে সত্যিই তাকে দারুন মানিয়ে যায়। যেমন প্রেমময়ী, তেমনি কৌশলী ত্রিমাত্রিক চরিত্র। আর কি তার বাচিক অভিনয় এবং কি আঙ্গিক অভিনয় দুটোতেই তিনি পারঙ্গম।

প্রিওডিক্যাল গেট আপ ও মেক আপ-এ সত্যিই দারুন। বোঝাই যায় এই চরিত্রে অভিনয়ের জন্য ছিল তার যথেষ্ঠ প্রস্তুতি। আর তাই অনেক অভিনেতা অভিনেত্রীদের মাঝে তাকে সবার থেকে আলাদা করে চোখে পড়েছে। ধারাবাহিক-টি প্রচার হছে এটিএন বাংলায় প্রতি রবি থেকে বৃহস্পতিবার।

বিনোদন নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে