দেশের অন্যতম গুণী অভিনেতা ফজলুর রহমান বাবু’র সাবলীল অভিনয়ে মুগ্ধ করেন দর্শকদের। অভিনেতা হিসেবে বাবু যেমন সফল, তেমনি তার আরেকটি পরিচয় হলো গায়ক। অভিনয় আর গান গাওয়া দুটোই সমান তালে চালিয়ে যাচ্ছেন বাবু। সেই ধারাবাহিকতায় তিনি গেয়েছেন নতুন একটি গান। যার শিরোনাম ‘পক্ষী’।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় গানটি প্রকাশ করেছে দেশের প্রথম সারির অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি সিরিজ থেকে। পক্ষী’ গানের কথা লিখেছেন এবং সুর করেছেন উমর উম্মিয়া। এ গানের সঙ্গীতায়োজন করেছেন মুশফিক লিটু।
উমর উম্মিয়া বলেন, ‘ফজলুর রহমান বাবু অনেক বড় মাপের একজন অভিনেতা ও কণ্ঠশিল্পী। তিনি আমার কথা-সুরে গেয়েছেন, এটা আমার জন্য দারুণ ভালো লাগার ব্যাপার। আমি চেষ্টা করেছি সুন্দর কথা-সুরের মেলবন্ধন ঘটাতে। আশা করছি শ্রোতাদের পছন্দ হবে গানটি। ‘পক্ষী’ গানের ভিডিও নির্মাণ করেছেন জাহাঙ্গীর গাজী। এতে মডেল হয়েছেন রাজীব খান ও মিথিলা। চিত্রায়ণে ছিলেন পিয়াল আরাফাত। মিউজিক ভিডিওটি প্রযোজনা করেছে আরকে মাওনা টিভি।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ














