৩৭ তম বিসিএসের মৌখিক পরীক্ষা শুরু হবে ২৯ নভেম্বর। ৩৮তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা হবে ২৯ ডিসেম্বর। এছাড়া ৩৯ তম বিসিএস বিশেষ করার সিদ্ধান্ত নিয়েছে সরকারি কর্ম কমিশন।
২০১৬ সালের ৩০ সেপ্টম্বর ৩৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। লিখিত পরীক্ষার ফল প্রকাশ হয় গত মাসের ২৫ তারিখে। এতে ৫ হাজার ৩৭৯ জন পাস করেন।উর্ত্তীর্ণদের মৌখিক পরীক্ষা ২৯ নভেম্বর। পিএসসির বৈঠকে এ স্বিদ্ধান্ত হয়।

বৈঠকে ৩৮ এবং ৩৯ তম বিসিএসের তারিখও ঠিক করা হয়। সিদ্ধান্ত হয় ৩৮ তম বিসিএসে দুইজন পরীক্ষক দিয়ে খাতা মূল্যায়ণ হবে । বাংলা এবং ইংরেজি দুই মাধ্যমেই প্রশ্ন থাকবে। এছাড়া ৩৯ তম বিসিএস হবে বিশেষভাবে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের জন্য।

উল্লেখিত তিন বিসিএসে যারা মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হবে তাদের সবাইকে চাকরি দেয়া যাবে বলেও জানান পিএসসি চেয়ারম্যান।বিসিএস পরীক্ষার সময় আরো কমানোর জন্য সফটওয়ারের মাধ্যমে কাজ করার পরিকল্পনা করছে পিএসসি।

নিউজ ডেস্ক, বিডি টাইমস্ নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে