“আমি দেখিনি তোমায়…দেখিনি তোমার শাসন, তবে শুনেছি তোমার অগ্নি কন্ঠে ৭’ই মার্চের সেই ভাষণ”
“আমি ভুলিনি তোমায়…ভুলিনি তোমার অবদান, তুমি মিশে আছো বাংলার পথ-ঘাট প্রান্তরে কোটি হৃদয়ের জয়গান”
“তুমি বঙ্গবন্ধু……বঙ্গযোদ্ধা…বাংলার অভিভাবক, তুমি লাখো কোটি জনতার বিপ্লবী মঞ্চে বিপ্লবী সুরের ধারক”

মাহমুদা আক্তার অন্তি (স্টাফ রিপোর্টার)।। রাজধানীর উত্তরায় প্যান ডি এশিয়া রেস্টুরেন্ট এন্ড কনভেনশন হলে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ৩০’শে সেপ্টেম্বর(বুধবার) সন্ধ্যা ৬টায় ইউটিউব চ্যানেলে(needs24.tv) প্রকাশিত হলো “বঙ্গবন্ধু – আমি ভুলিনি তোমায়” মিউজিক ভিডিওটি। জাহিদ বাশার পঙ্কজের সংগীত পরিচালনায় ভিডিওটি’র মডেলও হয়েছেন কন্ঠশিল্পী মোঃ আব্দুল আজিজ। মিউজিক ভিডিওটির গীতিকার, সুরকার এবং কন্ঠও দিয়েছেন মো. আব্দুল আজিজ।

বঙ্গবন্ধু, প্রজন্ম থেকে প্রজন্মান্তরে মিশে আছে বাংলার কোটি মানুষের হৃদয়ে। এদেশের শোষিত, বঞ্চিত, নিপীড়িত জনগণের মুক্তি সংগ্রামে বঙ্গবন্ধুর অবদানের প্রতি কৃতজ্ঞতা স্মরণ করে নতুন প্রজন্মের শিল্পী আব্দুল আজিজ তুলে আনলেন নতুন সুরে নতুন গান “বঙ্গবন্ধু-আমি ভুলিনি তোমায়”। শিল্পী আব্দুল আজিজ বলেন, বঙ্গবন্ধু কোন দলের নয়, বাঙ্গালী জাতির অভিভাবক তিনি। বাংলার ১৮’কোটি মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিকৃতি। সেই বঙ্গবন্ধুকে ভালোবেসে তার আদর্শকে হৃদয়ে লালন করেই বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘জন্মদিনের উপহার’ হিসেবে নির্মান করেছি মিউজিক ভিডিও “বঙ্গবন্ধু-আমি ভুলিনি তোমায়”।

বঙ্গবন্ধু ও মিউজিক ভিডিও প্রসঙ্গে গানটির গীতিকার, সুরকার ও কন্ঠশিল্পী মোঃ আব্দুল আজিজ বিডি টাইম্‌স নিউজকে বলেন, “বঙ্গবন্ধুকে নিয়ে আমি যতই জানার চেষ্টা করেছি ততই আবেগে আপ্লুত হয়ে পড়েছি। যে মানুষটা দেশের জন্য জীবনের অধিকাংশ সময়ই জেলে কাটিয়েছেন, দেশের আন্দোলন, সংগ্রাম ও স্বাধীনতা থেকে শুরু করে স্বাধীনতা পরবর্তী দেশকে পুনর্গঠনের জন্য জীবনের পূর্ণ সময় ও মেধা বিনিয়োগ করেছিলেন তার জন্য আমরা কি করতে পেরেছি? আর এই বোধ থেকেই বঙ্গবন্ধুর স্মরণে আমার আবেগ, অনুভূতি ও ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে বঙ্গবন্ধুকে সমালোচনার উর্ধ্বে রেখে দলমত নির্বিশেষে সকলের কাছে সঠিক ভাবে উপস্থাপনের জন্য আমার এই ছোট্ট প্রয়াস”।

মিউজিক ভিডিও’টির প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক জাতীয় সংসদ সদস্য ও বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব সাফিয়া খাতুন, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এড.আজমত উল্লাহ খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হা-মীম গ্রুপের পরিচালক(দৈনিক সমকাল ও চ্যালেন ২৪) মো. আবুল কালাম আজাদ, দৈনিক জনকন্ঠের সাবেক নির্বাহী সম্পাদক মনজুর শামস, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দিল্রুবা জামান শেলী, সৌহার্দ্য ইয়ুথ ফাউন্ডেশনের চেয়ারম্যান ব্যারিস্টার জুনায়েদ মোহাম্মদ হাসিব, ইন্ডিক্যাফে ফুড এন্ড বেভারেজ লিমিটেডের চেয়ারম্যান ফেরদৌসুল হক খান। এছাড়াও বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব মাহমুদ সাজ্জাদ, বিশিষ্ট সংগীত পরিচালক জাহিদ বাশার পঙ্কজ’সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি বক্তব্যবে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব সাফিয়া খাতুন বলেন, বঙ্গবন্ধুকে নিয়ে কন্ঠশিল্পী আব্দুল আজিজে’র অসাধারণ মিউজিক ভিডিওটি দেখে নতুন প্রজন্ম আরও অনুপ্রানিত হবে, বঙ্গবন্ধু’র প্রতি শিল্পীর কৃতজ্ঞতা দেখে তার উচ্ছ্বসিতকে প্রশংসা করেন। এছাড়াও প্রধান বক্তা হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগ, গাজীপুর মহানগরের সভাপতি এড. আজমত উল্লাহ খান বলেন, বঙ্গবন্ধু বেঁচে থাকবে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে। কন্ঠশিল্পী মোঃ আব্দুল আজিজের প্রয়াসকে তিনি স্বাগত জানান এবং ধন্যবাদ জ্ঞাপন করেন।

অনুষ্ঠানের এক পর্যায়ে নিড্স২৪ লিমিটেডে’র অঙ্গ প্রতিষ্ঠান অনলাইন নিউজপেপার “Truel News” ও অনলাইন টিভি চ্যানেল “Needs24.tv” এর লোগো উন্মোচন করা হয়।

বিনোদন নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে