চতুর্থ বর্ষে পদার্পণ করলো ওটিটি প্ল্যাটফর্ম হইচই। নতুন বছরের জন্য আরো ২৫টি নতুন অরিজিনাল কন্টেন্ট এবং ২টি ফার্স্ট ডে ফার্স্ট শো (চলচ্চিত্রের ডিরেক্ট ডিজিটাল ওয়ার্ল্ড প্রিমিয়ার) এর ঘোষণা দিয়েছে ওয়েব ভিত্তিক বাংলা এন্টারটেইনমেন্ট প্লাটফর্মটি।

শুক্রবার প্লাটফর্মটির ইউটিউব ও ফেসবুক পেজ থেকে এই ঘোষণা দেন এসভিএফ এবং হইচইইয়ের সহ-প্রতিষ্ঠাতা মহেন্দ্র সোনি ও ভিসনু মোহতা। বাংলাদেশ থেকে এই প্ল্যাটফর্মে এবার দেখা যাবে আশফাক নিপুণ, মিজানুর আরিয়ান, সৈয়দ আহমেদ, সালেহ সোবহানের কাজ। বাংলাদেশ থেকে আগেই কাজ করেছেন কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায় ও তানিম নুর। এবার তারা ফিরছেন ‘মানিহানি টু’ নিয়ে। আরেক বাংলাদেশী লেখক মোহাম্মদ নাজিম উদ্দিনের ‘রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেনি’ উপন্যাসটি ওয়েব সিরিজ হিসেবে আসছে। এই প্ল্যাটফর্মে চলচ্চিত্র নির্মাতা সৃজিত মুখার্জির প্রথম ওয়েব সিরিজ হতে যাচ্ছে এটি।

সিরিজটি মূলত একটি গোয়েন্দা কাহিনি। বাংলাদেশি এসব সিরিজে অভিনয় করবেন চঞ্চল চৌধুরী, পার্থ বড়ুয়া, অপূর্ব, সানজিদা প্রীতি, মনোজ প্রামাণিক, নিশাত প্রিয়ম প্রমুখ। এছাড়াও সিজন-৪ নানা চমকের মধ্যে রয়েছে স্বস্তিকা মুখোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, রাইমা সেন, প্রিয়াঙ্কা সরকার, শাশ্বত চ্যাটার্জির মতো তারকারা। পরিচালক হিসেবে ওয়েবে সৃজিত মুখার্জি ছাড়াও অভিষেক হচ্ছে কমলেস্বর মুখার্জির।

চতুর্থ মৌসুমের ওয়েব সিরিজগুলো হলো- তকদীর, মানি হানি সিজন টু, ভাল থাকিস বাবা, হ্যালো সিজন থ্রি, মহাভারত মার্ডার্স, দেবদাস ও একটি খুনের গল্প, ঠাকুমার ঝুলি, রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেননি, ব্যোমকেশ সিজন সিক্স, দময়ন্তি, তানসেনের তানপুরা পার্ট টু, বন্য প্রেমের গল্প সিজন টু, ললিতা, লাল মাটি, রহস্য-রোমাঞ্চ সিরিজ সিজন থ্রি, সেই যে হলুদ পাখি সিজন টু, চৌরঙ্গী, মোহমায়া, গঙ্গা, একেনবাবু সিজন ফোর, মেকআপ স্টোরি, চরিত্রহীন সিজন থ্রি, গোরা, ইনটিউশন, মন্দার ইত্যাদি। এর সঙ্গে থাকছে ২টি ফার্স্ট ডে ফার্স্ট শো কলকাতা আন্ডারগ্রাউন্ড ও টিকটিকি।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে