দীর্ঘ ১৩ বছর ধরে জঙ্গিরা সিলেটকে তাদের নিরাপদ আশ্রয়স্থল হিসেবে বারবার বেছে নিচ্ছে। এই সময় জঙ্গিদের শক্তিশালী বোমার আঘাতে নিহত হন সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়াসহ অন্তত ২০জন। আহত হন ব্রিটিশ হাই কমিশনার আনোয়ার চৌধুরীসহ আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মী ও সাধারণ মানুষ। বিশেষজ্ঞরা বলছেন, সীমান্তের ওপারের উগ্র জঙ্গিদের সঙ্গে এদেশের জঙ্গিদের একটা যোগসূত্র রয়েছে। এ কারণে প্রবাসীদের দেশে রেখে যাওয়া বাড়ি সহজে ভাড়া নিয়ে সিলেট থেকে জঙ্গি তৎপরতা চালাচ্ছে।
২০০৬ সালের দোসরা মার্চ সিলেট নগরীর শাপলাবাগ এলাকার সূর্যদীঘল বাড়ি থেকে জঙ্গি সংগঠন, জেএমবি প্রধান শায়খ আবদুর রহমানকে গ্রেফতার করা হয়। ওই সময় গ্রেফতার অপর জঙ্গির স্বীকারোক্তি অনুযায়ী ময়মনসিংহ থেকে গ্রেফতার করা হয় আরেক জঙ্গি নেতা বাংলা ভাইকে। এর আগে ২০০৪ সাল থেকে হবিগঞ্জে সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া, সুনামগঞ্জে সুরঞ্জিত সেনগুপ্ত, শাহজালাল মাজারে ব্রিটিশ হাই কমিশনার আনোয়ার চৌধুরী, সিলেটে সিরিজ বোমা হামলা, হোটেল গুলশানে হামলা চালায় জঙ্গিরা। মাঝে কিছুদিন নিরাপদ মনে হলেও গত মাস থেকে শিববাড়ি ও মৌলভীবাজারের জঙ্গি আস্তানা আবিষ্কারের পর আবারও শিরোনামে আসে সিলেট । পার্শ্ববর্তী দেশের জঙ্গিদের সঙ্গে কানেকশনের কারণে সিলেটকে জঙ্গিরা বারবার বেছে নিচ্ছে বলে মনে করেন অবসরপ্রাপ্ত এই সামরিক কর্মকর্তা।
ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জুবায়ের সিদ্দিকী বলেন, ‘সিলেট থেকে সীমান্তবর্তী এলাকাতে অন্যান্য দেশেরও কিছু দুষ্কৃতিকারী আছে তাদের সঙ্গে সংযোগ রক্ষা করে তারা।’ সাবেক মেয়র কামরান ও পুলিশের কর্মকর্তা মনে করেন, কেয়ারটেকারের তত্ত্বাবধানে থাকা প্রবাসীদের আলিশান বাড়ি সহজে ভাড়া পাওয়ায়, নিরাপদ মনে করে সিলেট অবস্থান নেয় জঙ্গিরা। এসএমপির উপ-পুলিশ কমিশনার বলেন, সিলেট অঞ্চলের মানুষ অতীতকাল থেকে অতিথি পরায়ণ ও সৎ। যাদের বাড়ি ভাড়া দিচ্ছেন তাদের কাগজ পত্র গুলো যাচাই বাছাইয়ে তারা সচেষ্ট থাকেন না। একারণে মাঝে মাঝে জঙ্গিরা আশ্রয় নিয়ে অপকর্ম করছে। সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান বলেন, ‘প্রবাসী অধ্যুষিত এলাকা হওয়ার কারণে অনেক সময় দেখা যায় বাড়িতে মুল মালিক থাকে না কেয়ার টেকার থাকে। এই সুযোগে এই বাসা বাড়ি তারা ব্যবহার করছে।’
২৫শে মার্চ সিলেটের শিববাড়িতে সর্বশেষ জঙ্গি হামলায় র্যাবের গোয়েন্দা শাখার প্রধান, দুই পুলিশ কর্মকর্তাসহ সাতজন নিহত হন।
নিউজ ডেস্ক, বিডি টাইম্স নিউজ