উপমহাদেশের প্রখ্যাত শাস্ত্রীয় সঙ্গীতশিল্পী পণ্ডিত যশরাজ মারা গেছেন। সোমবার হৃদরোগে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে নিজ বাড়িতে মৃত্যু হয় তার। বয়স হয়েছিলো ৯০ বছর। বহুদিন ধরে ভুগছিলেন বার্ধক্যজনিত নানা জটিলতায়।
পণ্ডিত যশরাজ ছিলেন মেওয়াতি ঘরানার সঙ্গীতশিল্পী। সঙ্গীত নিয়ে সাধণা প্রায় ৮০ বছরের। জন্ম ১৯৩০ সালের ২৮ জানুয়ারি হরিয়ানার হিসার জেলায়। বাবা পণ্ডিত মতিরামের কাছে গান শেখা শুরু। পরে বড় ভাই পণ্ডিত প্রতাপ নারায়ণের কাছে শেখেন তবলা। প্রতিদিন ১৪ ঘণ্টা রেওয়াজ করতেন। উচ্চাঙ্গ সঙ্গীতের শিল্পী হলেও প্লেব্যাক করেন বেশ কিছু চলচ্চিত্রে। লাড়কি সাহ্ইয়াদ্রি কি, ওয়াদা তুমসে হ্যায় ওয়াদা বেশ জনপ্রিয়তা পায়। সঙ্গীতে অবদানের কারণে পদ্মশ্রী, পদ্মভূষণ ও পদ্মবিভূষণসহ বহু পুরস্কার পান এই কিংবদন্তি।
টুইটবার্তায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানান, পণ্ডিত যশরাজের মৃত্যুতে সাংস্কৃতিক অঙ্গনে গভীর শূন্যতা তৈরি হয়েছে। শ্রদ্ধা জানান এ আর রহমান, শাবানা আজমি, আদনান সামিসহ সাংস্কৃতিক অঙ্গনের তারকারাও। ২০১৭ সালে ঢাকায় বেঙ্গল উচ্চাঙ্গ সঙ্গীত উৎসবে এসেছিলেন পণ্ডিত যশরাজ। ২০১৯ সালে তার নামে নামকরণ করা একটি গ্রহাণুর।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ