বর্ষার শুরুতেই জলাবদ্ধ উত্তর ঢাকার নতুন ১৮টি ওয়ার্ড। দুর্বল ড্রেনেজ ও নদর্মা পরিষ্কার না করায় সীমাহীন দুর্ভোগে আছেন অন্তত ২৫ লাখ বাসিন্দা। আর কাউন্সিলরদের দাবি, সিটি করপোরেশনের বাজেট নগরীর অভিজাত এলাকা কেন্দ্রিক হওয়ায় অবহেলিত নতুন ওয়ার্ডগুলো। ডিএনসিসি বলছে, ৪ হাজার কোটি টাকার বরাদ্দ না আসা পর্যন্ত এ দুর্ভোগ কাটবে না।
উত্তর ঢাকার ৫০ নম্বর ওয়ার্ড কসাইবাড়ী। অল্প বৃষ্টিতেই তলিয়ে গেছে রাস্তাঘাট। বর্ষার শুরুতেই জলাবদ্ধতায় নাকাল স্থানীয়রা। নর্দ্দাপাড়া, মাঝিপাড়া ও আশকোনা মেডিকেল এলাকার অবস্থা আরো ভয়াবহ। রাস্তায় হাঁটুপানি। ভাঙা সড়কে পানি জমায় প্রায়ই ঘটছে দুর্ঘটনা।
উত্তর সিটির নতুন ১৮ ওয়ার্ডেই দুর্বল ড্রেনেজ ব্যবস্থা ও পরিষ্কার করা হচ্ছে না নর্দমা। সে পানি উঠেছে বাড়ি ও দোকানপাটে। তাই বাসিন্দাদের অভিযোগ, সিটি করপোরেশনের অধীনে এলেও এখানে নাগরিক সুবিধা বলে কিছু নেই।
কাউন্সিলরদের দাবি, নগরীর উচু এলাকার পানিতে তলিয়ে যাচ্ছে এসব এলাকা। আর এই অবস্থার জন্য তারা দূষছেন সিটি করপোরেশনকে। তবে ডিএনসিসির প্রধান প্রকৌশলী জানালেন, আশকোনা থেকে লা মেরিডিয়ান পর্যন্ত একটি খাল কাটা হচ্ছে। সে কাজ শেষ হলে দুর্ভোগ কিছুটা কমবে। তবে সংকটের পুরোটা কাটবে ৪ হাজার কোটি টাকার বরাদ্দ পেলে।কিন্তু বরাদ্দ এখনো না পাওয়ায় এই বছরটাও দুর্ভোগেই থাকতে হবে রাজধানীর অন্তত ২৫ লাখ বাসিন্দাকে।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ




























