সারা দেশে পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। মালিক-শ্রমিকদের সঙ্গে নৌমন্ত্রীর বৈঠকে সিদ্ধান্ত হয় বলে জানা গেছে। আইনিভাবে সমস্যা সমাধানের আশ্বাস পাওয়ায় ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে বলে জানান নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান। নৌমন্ত্রী দেশের শ্রমিক সংগঠনগুলোর শীর্ষ ফোরাম বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি।
বেলা ১টার দিকে মতিঝিলে বিআরটিসি ভবনের বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।নৌ-পরিবহন মন্ত্রী শাহজাহান খান এবং পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা ছাড়াও বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়ত উল্লাহ উপস্থিত ছিলেন।
মানিকগঞ্জে তারেক মাসুদ ও মিশুক মুনীর নিহতের ঘটনায় বাসচালক জামির হোসেনের যাবজ্জীবন সাজা হলে সাজা হওয়ায় খুলনা বিভাগের ১০ জেলায় দুই দিন পরিবহন ধর্মঘট করে শ্রমিকরা। পরে তা প্রত্যাহারের কথা থাকলেও তা না করে সাভারে ট্রাকচাপা দিয়ে এক নারীকে হত্যার দায়ে সোমবার ঢাকার আদালতে ট্রাকচালক মীর হোসেনের ফাঁসির রায় হলে ওই রাতে পরিবহন শ্রমিক নেতারা সারাদেশে অনির্দিষ্টকালের ঘর্মঘটের ডাক দেন। এতে দেশজুড়ে অচলাবস্থা ও চরম জনদুর্ভোগ হয়।
বিডি টাইম্স নিউজ