ছয় প্রতিষ্ঠানের ৮টি পণ্যের লাইসেন্স বাতিল করেছে পণ্যের মান প্রণয়ন ও নিয়ন্ত্রণকারী সংস্থা বিএসটিআই। বিএসটিআই বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানায় সংস্থাটি।

রংপুরের গ্রিন অয়েল এন্ড পোল্ট্রি ফিড ইন্ডান্ট্রিজের বাসমতি ব্র্যান্ডের ফর্টিফাইড এডিবল রাইস ব্রান অয়েল ও আশুলিয়ার ইফাদ মাল্টি প্রোডাক্টস লিমিডের ফর্টিফাইড এডিবল রাইস ব্রান অয়েলের লাইসেন্স বাতিল করা হয়েছে।

এছাড়াও, ময়মনসিংহ, নরসিংদী ও চট্টগ্রামের আরো কয়েকটি প্রতিষ্ঠানের তেল ও জুসের লাইসেন্সও বাতিল করা হয়। বৈধ লাইসেন্স ছাড়া এসব পণ্য বেচাকেনার পাশাপাশি বিজ্ঞাপনও প্রচার করা থেকে বিরত থাকতে বলা হয়েছে। একই সাথে ক্রেতাদেরও এসকল পণ্য কেনা থেকে বিরত থাকার অনুরোধ জানায় বিএসটিআই।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে