নাজমুল আহসান তুহিন, রোম-ইতালি(ইউরোপ)।। ইতালীতে কৃষি ক্ষেত্রে শ্রমিক সংকট দেখা দিলে করোনা ভাইরাসের কারনে সরকার অবৈধ অভিবাসীদের বৈঁধতাদানের সিদ্ধান্তে গ্রহন করেন। সে মতে গত ১’লা জুন থেকে এর আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়ে চলবে আগামী ১৫’ই জুলাই পর্যন্ত।

কৃষি কাজ ও বাসাবাড়ীর ডোমেষ্টিক কাজ শুধুমাত্র এ দুইটি সেক্টরে অবৈধ অভিবাসীরা একজন মালিকের মাধ্যমে ৪০০’ইউরো ফি জমা দিয়ে বৈধতার জন্য আবেদন করতে পারবেন। বৈধতা দানের এই সিদ্ধান্ত গ্রহনে ইতালীতে থাকা ৬’লক্ষাধিক অবৈধ অভিবাসীদের অনেকেই বৈধতা গ্রহনের সুযোগ থেকে বঞ্চিত হওয়ার সম্ভাবনা রয়েছে। দশ দিনেরও বেশি অধিক সময় ধরে চলা বৈধকরন কার্যক্রম চলছে ঢিমে তালে। এর কারন খুঁজতে গিয়ে জানা যায়, ইতালীতে থাকা ৬’লক্ষাধিক অভিবাসীর মধ্যে খুব কম সংখ্যক লোক এই দুটি সেক্টরে কাজ করেন। যার কারনে অন্যান্য সেক্টরে থাকা অবৈধ অভিবাসীর সুযোগ থেকে বঞ্চিত হওয়ার সম্বাভনা অসংখ্য প্রবাসীর।

কাজের ক্ষেত্র ও পাসপোর্ট সমস্যার কারনে বিপুল সংখ্যক অবৈধ বাংলাদেশীরাও এই বৈধতা দানের প্রক্রিয়া থেকে বাদ পড়ার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশী কমিউনিটির নেতৃবৃন্ধ এ নিয়ে বড়ই চিন্তিত। দীর্ঘ ৮’বছর পরে ইতালীতে অবৈধ অভিবাসীদের বৈধতা দেয়ার প্রক্রিয়া শুরু হওয়ার পরে যদি কোন কারন বশত বাংলাদেশীরা বৈধ হতে না পারে তখন বিষয়টা খুবই দু:খজনক। উপায় খুঁজে বের করার জন্য কমিউনিটির নেতারা ইতালীতে নিযুক্ত মান্যবর রাষ্ট্রদূত জনাব আব্দুস সেবহান শিকদারের সংগে যোগাযোগ করলে তিনি বিষয়টি গুরুত্বের সহিত বিবেচনা করে সমস্যার দ্রুত সমাধানের জন্য কমিউনিটির নেতৃবৃন্ধদের সংগে জরুরী বৈঠকে বসার সিদ্ধান্ত গ্রহন করে।

অত:পর গেল শুক্রবার রোমের বাংলাদেশ দূতাবাস কার্য্যালয় কমিউনিটির নেতৃবৃন্ধের সাথে এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হয়ে এক আলোচনার মাধ্যমে রাষ্ট্রদূত আব্দুস সোবহান সিকদার সিদ্ধান্ত দেন যে , প্রবাসী বাংলাদেশীদের কাগজ জমাদানের সুবিধার জন্য যাদের পাসপোর্ট বা বৈধ কোন প্রকার কাগজ পত্র নেই তাদেরকে জরুরী পাসপোর্ট বা ছবিযুক্ত সার্টিফিকেট প্রদান করবে রোমস্থ বাংলাদেশ দূতাবাস। কিন্তু সংশয় রয়েছে ইতালিয়ান সরকার পাসপোর্টের বিকল্প হিসেবে ছবিযুক্ত সার্টিফিকেট গ্রহন করবে কিনা?তবে দূতাবাসের তাৎক্ষনিক এ সিদ্ধান্তে কমিউনিটির নেতৃবৃন্ধ দারুন খুশী।

বাংলাদেশ দূতাবাসের এই বৈঠকে বাংলাদেশ সমিতির সভাপতি আফতাব বেপারী, সাধারন সম্পাদক জহুরুল আলম, সর্ব ইউরোপিয়ান আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি কে এম লোকমান হোসেন, বাংলাদেশ সমিতির সাবেক প্রতিষ্ঠাতা সঁভাপতি বীর মুক্তিযাদ্ধা মাহতাব হোসেন, ইতালী আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুর রব ফকির, যুগ্ম-সাধারন সম্পাদক আলমগীর হোসেন সহ ইতালী আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্ধ ছাড়াও সকল রাজনৈতিক, আঞ্চলিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্ধ এ সময় উপস্থিত ছিলেন।

এ দিকে ২০১৯ সালের ৩১’শে অক্টোবরের আগে ঐ দুটি সেক্টরে কাজের মাধ্যমে যাদের ষ্টে-পারমিট ছিল কিন্তু কোন কারনবশত নবায়ন করতে পারেনি তারাও মালিক ছাড়া ১৬০’ইউরো ফি জমা দিয়ে নতুন করে আবেদন করার সুযোগ পাবে। এ ক্ষেত্রে তাদেরকে শুধু ছয় মাসের ষ্টে-পারমিট দেয়া হবে। পরবর্তীতে যে কোন মালিকের মাধ্যমে কাজের কন্ট্রাক সহ জমা দিয়ে তারা ডকুমেন্টস নবায়ন করতে পারবেন। তবে উল্লেখ্য যে, উল্লেখিত ঐ দুটি সেক্টরের মালিকগন শ্রমিককে যত দিনের কন্ট্রাক করে কাগজ জমা দিবেন। ঐ শ্রমিককে সরকার ততদিনের ষ্টে-পারমিট দিবেন।

অপরদিকে বিনা শর্তে সবাইকে প্রেরমেস্সোদি সৌজর্ন (ষ্টে পারমিট) প্রদানের জন্য রাজধানী রোম, ভেনিসসহ সারা দেশে অবৈধ অভিবাসীরা দুর্বার আন্দোলন অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় আগামী ১২’ই জুন শুক্রবার একই দাবিতে আন্দোলনকারীরা রাজধানী রোমের পিয়াচ্ছা শান্তা মাজ্জোরে এক বিশাল বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে। এ সমাবেশে সকল অবৈধ অভিবাসীকে অংশ গ্রহনের জন্য আহ্বান জানান হয়েছে। এ দিকে ইমেগ্রেশনকে কেন্দ্র করে এক শ্রেনীর দালাল তাদের তৎপরতা শুরু করে দিয়েছে। বাংলাদেশ দূতাবাস ও কমিউনিটির নেতৃবৃন্ধ অবৈধ দালাল চক্র থেকে সাবধান থাকার জন্য প্রবাসী বাংলাদেশীদের প্রতি আহ্বান জানিয়েছেন।

নাজমুল আহসান তুহিন, (ইউরোপ ব্যুরো প্রধান)
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে