‘কোলকাতা-আমি তোমায় ভালোবাসি’ KATV Foundation সংস্থার পক্ষ থেকে ৫ই জুন, 2020 বিশ্ব পরিবেশ দিবসের দিনটি পালন করা হলো সুন্দরবন এলাকায় আমফান এর তান্ডবে বিদ্ধস্ত কিছু গ্রামের মানুষদের মধ্যে ত্রাণসামগ্রী বিলির মাধ্যমে।

এই দিন সুন্দরবন এলাকাভুক্ত বাসন্তী অঞ্চলে ৩ টি গ্রাম, ছোটো মোল্লাখালী এলাকায় ৩ টি গ্রাম এবং কুমিরমারী গ্রাম,মোট ৭ টি গ্রামের ৫৫০ টি পরিবারের কাছে পৌঁছে দেওয়া হলো খাদ্যসামগ্রী (চিঁড়ে, ডাল, সোয়াবিন, তেল, বিস্কুট) এবং সাবান ও স্যানিটারী ন্যাপকিন ইত্যাদি । মাতলা ও অন্য বেশ কিছু নদীর বাঁধ ভেঙে গেছে আমফান এর তান্ডবে । এই পরিস্থিতিতে পরিবারগুলোর খুবই সঙ্গীন অবস্থা । বাসন্তী এলাকার ক্ষতিগ্রস্ত একটি গ্রামের বাসিন্দা শ্রী সৌমেন সর্দার বিপন্ন মানুষদের পক্ষ থেকে একটি আবেদন পত্র KATV সংগঠনের কাছে পাঠিয়ে অনুরোধ জানান যে সেখানকার ১২০ টি পরিবার আমফানের পর খুবই খারাপ অবস্থার মধ্যে আছে, তাদের অবিলম্বে ত্রাণসামগ্রীর প্রয়োজন।

KATV সংগঠনের সদস্য নিউটন সরকার নিজে ১২০ টি পরিবারের প্রয়োজনীয় ত্রাণসামগ্রী সেখানে নিয়ে গিয়ে, নিজে দাঁড়িয়ে থেকে, শ্রী সৌমেন সর্দারের সহযোগিতায় সেখানকার মানুষদের মধ্যে বিলি করেন। এরপর KATV র সদস্য ও স্বেচ্ছাসেবকরা গিয়েছিলেন ছোটো মোল্লাখালী, সেখানে আরও খারাপ অবস্থা । নদী বাঁধ ভেঙে নোনাজল ঢুকে সমস্ত চাষের জমি নষ্ট হয়ে গেছে, পুকুরের মাছ মরে পচে গিয়ে দুর্গন্ধে এক নারকীয় পরিবেশ, পানীয় জলের উৎস জলের তলায়। KATV র পক্ষ থেকে ত্রাণসামগ্রী নিয়ে আসা হবে খবর পেয়ে প্রায় সাড়ে তিনশো পরিবার এসে অপেক্ষা করছিলেন ।

স্থানীয় মানুষ দ্বারা গতকালই কুপন বিলি হয়ে গিয়েছিলো । স্থানীয় মানুষ সুস্মিতা দি এবং অন্য কয়েকজন এই দায়িত্ব নিয়েছিলেন । তাঁরা খুবই অল্প সময়ের মধ্যে খুব সুন্দর ভাবে পুরো বিলিবন্টনের ব্যবস্থা করেছিলেন। শ্রীমতি সুস্মিতা দি KATV র এই কাজে খুবই আপ্লুত হয়ে জানান যে ‘এই সাহায্য পেয়ে গরিব বিপন্ন মানুষজন খুবই উপকৃত হবেন এবং তিনি KATV সংগঠনের প্রতিনিধিদের তিনি ধন্যবাদ জানান।

সুজাতা মন্ডল, কোলকাতা থেকে

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে