কুষ্টিয়া জেলা প্রতিনিধিঃ কুষ্টিয়া ভেড়ামারায় নদী দখল করে অবৈধভাবে স্থাপনার কাজ চলছে। এ নিয়ে গত মাসেও ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল মারুফ ভ্রাম্যমাণ আদালতে অর্থ দন্ড প্রদান করেন এবং নির্দেশনা দেয়া হয় ঈদের পূর্বেই অবৈধ স্থাপনা সরিয়ে নিতে।
আদালতের আদেশ কে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে হিসনা নদীর পাড় দখল করে আরো জোরে সরে কাজ চালিয়ে যাচ্ছে ভেড়ামারা কলেজ বাজার সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম ডাবলু। জনমনে প্রশ্ন সরকারি নির্দেশ কে উপেক্ষা করে ডাবলু কাজ করে চলেছে এতে তার খুটির জোর কোথায়, বার বার মোবাইল কোর্ট এ অর্থ দন্ড দেয়ার পরও কি করে কাজ চালিয়ে যান।
এলাকাবাসী অবিলম্বে এই অবৈধ স্থাপনার কাজ বন্ধ করে যথাযথ ব্যবস্থা নেয়ার জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছে।
কে এম শাহীন রেজা
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ














