মতিঝিল, পল্টন ও শাহবাগ থানায় আলাদা তিনটি মামলা করা হয়েছে। মামলার এজাহারে বলা হয়েছে আসামিরা গুলিস্তান, পল্টন, মতিঝিল, বায়তুল মোকাররম ও ফুলবাড়িয়া এলাকার রাস্তা ও ফুটপাত দখল করে দোকান বসিয়েছে এবং তারা প্রতিটি দোকান থেকে প্রতিদিন ২০০ টাকা থেকে ৫০০ টাকা পর্যন্ত চাঁদা আদায় করছে।

রাজধানীর গুলিস্তান ও মতিঝিলে ফুটপাত দখল করে দোকান বসিয়ে ভাড়া তোলার অভিযোগে ৭২ জনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। এদিকে দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত সমাবেশে হকার নেতারা বলেছেন পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ করা হলে মেয়রকে নগরভবনে অবরুদ্ধ করে রাখা হবে। তারা অভিযোগ করেন হকার উচ্ছেদ করলেও গাড়ি পার্কিং করে রাস্তা দখলকারীদের বিরুদ্ধে কোন ব্যবস্থাই নিতে পারেন না মেয়র।

নিউজ ডেস্ক, বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে