করোনাভাইরাসের প্রাদুর্ভাবে মহাবিপর্যয়ের মুখে একের পর এক দরপতনের রেকর্ড করেই চলেছে আন্তর্জাতিক জ্বালানি তেলের বাজার। চাহিদা কমে যাওয়ায় সোমবার যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথমবারের মতো শুন্য ডলারের নিচে নেমে আসে তেলের দাম। চাহিদা না থাকলেও উৎপাদন অব্যাহত থাকায়, মে মাসে তেল মজুদের আর জায়গা পাওয়া যাবে না বলে শঙ্কা উৎপাদকদের। সংকট মোকাবিলায় ৭৫ মিলিয়ন ব্যারেল তেল কেনার ঘোষণা দিয়েছে ট্রাম্প প্রশাসন।

করোনা মহামারির কারণে ব্যাপক লোকসানের মুখে পড়েছে বিশ্বের প্রায় সব শিল্প-বাণিজ্য খাত। দেশে দেশে যোগাযোগ বন্ধের পাশাপাশি বন্ধ রয়েছে শিল্প কারখানা। এতে তীব্র চাপের মুখে পড়েছে জ্বালানি তেলের বাজার। প্রায় প্রতিদিনই কমছে দাম, তৈরি হচ্ছে একের পর এক দরপতনের রেকর্ড।

চাহিদা কমে যাওয়া এবং সংরক্ষণের জায়গার অভাবে যুক্তরাষ্ট্রের তেলের বাজারে দেখা দিয়েছে মহাবিপর্যয়। সোমবার দেশটির ইতিহাসে প্রথমবারের মত অপরিশোধিত জ্বালানি তেলের দাম নেমে আসে শূন্য ডলারেরও নিচে। মজুদ রাখার সুযোগ না থাকায় বাধ্য হয়ে পাইকারি ক্রেতাদের অতিরিক্ত অর্থ দিয়ে তেল বিক্রি করে উৎপাদক প্রতিষ্ঠানগুলো। এছাড়া তেল সংরক্ষণের জন্য বাড়তি অর্থও গুণতে হয় তাদের।

তবে নানামুখি পদক্ষেপের কারণে একদিনের মধ্যেই অবস্থার পরিবর্তন ঘটে। মঙ্গলবার যুক্তরাষ্ট্রে ব্যারেল প্রতি ১ ডলার ১০ সেন্টে বিক্রি হয় অপরিশোধিত তেল। সংকট মোকাবেলায় ৭৫ মিলিয়ন ব্যারেল তেল কিনে মজুদের পরিকল্পনার কথা জানায় ট্রাম্প প্রশাসন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, এ সংকট সাময়িক এবং আমার মনে হয় আপনারা বুঝতে পারছেন। আমরা কংগ্রেসকে বলতে চাই, এখনই তেল কেনার সবচেয়ে উপযুক্ত সময় এবং আমার আশা, কংগ্রেস এটার অনুমোদন দেবে। আমরা সঠিক দামেই তেল কিনবো। আমাদের ৭৫ মিলিয়ন গ্যালন তেল সংরক্ষণের সক্ষমতা আছে এবং আমরা এটি একটি নির্দিষ্ট সময়ের মধ্যে গড়ে তুলছি।এছাড়া মার্কিন তেল শিল্পকে বাঁচাতে সৌদি আরব থেকে তেল আমদানি বন্ধের বিষয়টি বিবেচনা করা হবে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প।

চলমান করোনা পরিস্থিতিতে শুধু যুক্তরাষ্ট্র নয়, পুরো বিশ্বেই অস্থিতিশীল তেলের বাজার। গত দুই-তিন মাসে অপরিশোধিত তেলের দাম নেমে এসেছে অর্ধেকে। এর আগে এ মাসের শুরুতে জ্বালানি তেল উৎপাদনকারী দেশগুলোর সংগঠন ওপেক এবং এর মিত্ররা বিশ্বজুড়ে তেলের উৎপাদন ১০ শতাংশ কমানোর সিদ্ধান্ত নেয়। তবে উৎপাদন যতটুকু কমানো হয়েছে, তা যথেষ্ট নয় বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

ইন্ডিপেনডেন্ট থেকে

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে