সরকারের যথাযথ নীতিমালা না থাকা এবং দেশের প্রতিষ্ঠানগুলোর দেশীয় সফটওয়্যার ব্যবহারে অনীহার কারণে বিকশিত হচ্ছে না এ খাত অভিযোগ উদ্যোক্তাদের। তারা বলছেন অভ্যন্তরীণ বাজারে ২৫ কোটি ডলারের সফটওয়্যার বাজার থাকলেও এর বেশিরভাগ বিদেশি প্রতিষ্ঠানগুলোর দখলে।

এছাড়া আর্ন্তজাতিক পেমেন্ট গেটওয়ে না থাকায় রপ্তানি আয় আনতেও দুর্ভোগে পড়তে হচ্ছে উদ্যোক্তাদের।গত পাঁচ বছরে আইসিটি খাতে রপ্তানি আয় বেড়েছে দ্বিগুণের বেশি। কিন্তু বিদেশমুখি মনোভাব আর বড় প্রতিষ্ঠানগুলোর দেশীয় সফওয়্যার ব্যবহারে উদাসীনতায় অভ্যন্তরীণ বাজারে পিছিয়ে এই খাত। উদ্যোক্তারা বলছেন, হার্ডওয়্যারে পিছিয়ে থাকলেও সফটওয়্যার তৈরি এবং এ সংক্রান্ত সেবা দিতে যথেষ্ট এগিয়েছে দেশীয় কোম্পানিগুলো।

আইসিটি খাতে বছরে ৭০০ মিলিয়ন ডলারের রপ্তানি আয়ের ৪৪ শতাংশই আসে সফটওয়্যার থেকে। এ খাতের প্রবৃদ্ধিতে সরকারি দরপত্রে দেশীয় প্রতিষ্ঠানের অংশগ্রহণ বাড়ানোর পাশাপাশি দক্ষ লোকবল তৈরির তাগিদ উদ্যোক্তাদের। সরকারি অর্থায়নে নেয়া প্রকল্পে দেশীয় সফটওয়্যার কোম্পানি অগ্রাধিকার রাখা হচ্ছে বলে জানালেন তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক।

দেশের ৮০০ নিবন্ধিত সফটওয়্যার ফার্মের মধ্যে ৭৫ ভাগ কোম্পানি স্থানীয় বাজারে তাদের পণ্য বিক্রি করে বাকিরা বিদেশে রপ্তানি করে।

নিউজ ডেস্ক, বিডি টাইমস নিউজ ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে