মেহেরপুর প্রতিনিধিঃ ডেঙ্গু সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে মেহেরপুর পৌরসভার উদ্যোগে মশক নিধন ও পরিষ্কার পরিচ্ছনতা অভিযান অব্যাহত।
সোমবার শহরের কাশারী বাজার এলাকা থেকে মশা নিধনের ওষুধ স্প্রে করে এর উদ্বোধন করেন মেহেরপুর পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন। শহরের দুটি ওয়ার্ড মশক নিধনের ওষুধ স্প্রে করা হয়। এ সময় পৌর এলাকার প্রতিটি পাড়া মহল্লায় এ ওষুধ স্প্রে করা হবে বলে জানান পৌর মেয়র।পৌর মেয়র বলেন, কোনভাবেই যাতে এডিস মশা এ এলাকায় বংশ বিস্তার করতে না পারে সে লক্ষে আমাদের সজাগ থাকতে হবে। এছাড়াও প্রতিটি পাড়া মহল্লায় বাড়ির আঙ্গিনা পরিষ্কারের জন্য সাধারণ মানুষকে সচেতন করার লক্ষে বিভিন্ন্ন কর্মসূচী হাতে নেওয়া হবে বলেও জানান তিনি।
এসময় পৌর কাউন্সিলর আব্দুল্লাহ আল মামুন, নুরুল আশরাফ রাজিব, বাপ্পি, ইভান সহ পৌরকর্মকতাগন সেখানে উপস্থিত ছিলেন।
মাসুদ রানা
নিউজ ডেস্ক ।। বিডি টাইমস্ নিউজ














