দেশে কভিডে আক্রান্ত হয়ে আরো একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বাংলাদেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩ জনে। এছাড়া নতুন করে আক্রান্ত হয়েছেন ৬ জন। সব মিলিয়ে পরীক্ষার পর ৩৩ জনের শরীরে করোনার অস্তিত্ব পেয়েছে, যাদের মধ্যে মোট পাঁচজন ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছেন বলে জানান আইইডিসিআর। সোমবার বিকেলে ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

তিনি বলেন, আক্রান্তদের মধ্যে ঢাকায় ১৫, মাদারীপুরে ১০, নারায়ণগঞ্জ ৩, গাইবান্দা ২, কুমিল্লা ১ গাজিপুর ১ ও চুয়াডাঙ্গায় ১ জন রয়েছেন। এছাড়া একজন চিকিৎসক ও দুই নার্স কভিডে আক্রান্ত হয়েছেন। তিনি আরো বলেন, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৫৬ জনের। সর্বমোট ৬২০ জনের নমুনা নেয়া হয়েছে। আক্রান্তসহ মোট ৫১ জনকে আইসোলেশনে রাখা হয়েছে। এছাড়া বিভিন্ন প্রতিষ্ঠানে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছেন আরো ৪৬ জন।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে