করোনাভাইরাস মোকাবিলায় বাংলাদেশকে বিপুল সংখ্যক টেস্ট কিটসহ জরুরি চিকিৎসাসেবা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে চীন। এ বিষয়ে ঢাকার চীন দূতাবাস থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে দূতাবাস। বুধবার ঢাকার চীনা দূতাবাস এ তথ্য জানিয়েছে।
করোনা নামক মরণ ভাইরাস হানা দিয়েছে বাংলাদেশেও। কেড়ে নিয়েছে একজনের প্রাণ, আক্রান্ত হয়েছে ১৪। এমন পরিস্থিতে করোনা মোকাবেলায় বাংলাদেশের পাশে দাঁড়াচ্ছে চীন।
চীনা দূতাবাস জানায়, করোনাভাইরাস মোকাবিলায় বাংলাদেশকে বিপুল সংখ্যক টেস্ট কিটসহ জরুরি চিকিৎসাসেবা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। চীনের ঢাকার দূতাবাস থেকে বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকেও এ তথ্য জানানো হয়েছে।
চীন দূতাবাস জানায়, বাংলাদেশি নাগরিকদের জন্য করোনা মহামারিরোধে চীন বরাবরই বাংলাদেশের সবচেয়ে নির্ভরযোগ্য অংশীদার ছিল, আগামীতে থাকবে। উল্লেখ্য, ১৬৫টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। এখন পর্যন্ত এতে মারা গেছেন ৭ হাজার ৯৬৫ জন, আক্রান্ত হয়েছেন অন্তত ১ লাখ ৯৮ হাজার ১২৯ জন।

প্রসঙ্গত, আজ বুধবার বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)।
আইইডিসিআরের পরিচালক অধ্যাপক ড. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, ‘আমাদের জন্য একটি দুঃসংবাদ আছে। বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। তার বয়স ৭০ বছর। তিনি করোনা রোগীর সংস্পর্শে আক্রান্ত হয়েছেন। এছাড়া তিনি ডায়েবেটিস ও কিডনি সমস্যায় আক্রান্ত ছিলেন। তাকে আইসিইউতে রাখা হয়েছিল। আজ বুধবার (১৮ই মার্চ) তিনি মৃত্যুবরণ করেন।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ














