বাংলাদেশে নতুন করে আরো দুইজন কভিডে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ জনে। নতুন আক্রান্তদের একজন ইতালি ও অন্যজন যুক্তরাষ্ট্র প্রবাসীর আত্মীয় বলে জানিয়েছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)। মঙ্গলবার সকালে রাজধানীর মহাখালিতে স্বাস্থ্য অধিদপ্তরে সংবাদ সম্মেলনে এসব জানান সংস্থাটির পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

সেব্রিনা ফ্লোরা বলেন, আক্রান্তদের একজন হাসপাতালে কোয়ারেন্টাইনে ছিলেন, অন্যজন যুক্তরাষ্ট্রফেরত একজনের সংস্পর্শে এসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে বাংলাদেশে মোট ১০ জনের মধ্যে এ ভাইরাস শনাক্ত হলো। এদের মধ্যে প্রথম দফায় আক্রান্ত তিনজন ইতোমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। হাসপাতালে ভর্তি আছেন সাতজন।

সেব্রিনা ফ্লোরা জানান, হাসপাতালে ভর্তি সাত জনের মধ্যে সত্তোরোর্ধ একজন হৃদরোগ, নিমোনিয়াসহ অন্য রোগেও আক্রান্ত। তিনি আরো জানান, দেশে এখন পর্যন্ত আইসোলেশনে আছেন ১৬ জন। আর প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছেন ৪৩ জন। তবে এখনো কভিড নিয়ে উদ্বিগ্ন হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি বলে জানান মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

আক্রান্তরা ঠিকমতো হোম কোয়ারেন্টাইনে থাকলে ভাইরাস ছড়িয়ে পড়ার শঙ্কা নেই বলে জানান তিনি। বলেন, প্রবাসী ও তাদের পরিবারের সদস্যরাই এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন।

দেশের বর্তমান পরিস্থিতিতে প্রবাসীদের সঠিকভাবে কোয়ারান্টাইনে থাকারও পরামর্শ দেন মীরজাদী সেব্রিনা ফ্লোরা। পাশাপাশি দেশের সবাইকে ভালোভাবে সাবান পানি দিয়ে হাত ধোয়া, সব ধরণের জনসমাগম এড়িয়ে চলার পরামর্শ দেন। আইইডিসিআরের প্রতিদিন এক হাজার জনের কভিড পরীক্ষার সক্ষমতা রয়েছে বলেও জানান তিনি।

এর আগে, ৮ মার্চ বাংলাদেশে প্রথম তিন কভিড রোগী শনাক্ত হয়। এদের মধ্যে দুইজন ইতালি ফেরত প্রবাসী। তৃতীয়জন আক্রান্ত দুই প্রবাসীর একজনের স্ত্রী।১৪ মার্চ ইতালি ও জামার্নি ফেরত আরো দুইজনের শরীরে কভিড শনাক্ত হয়।১৬ মার্চ আরো তিন জনের শরীরে পাওয়া যায় এই ভাইরাস। আক্রান্তদের মধ্যে দুইজন শিশু ও একজন নারী। এই তিন জন আগে আক্রান্ত দুইজনের পরিবারের সদস্য।

তথ্যঃ ইন্ডিপেনডেন্ট

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে