দেশে নতুন করে কভিড আক্রান্ত ৩ রোগী শনাক্ত হয়েছে বলে জানিয়েছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)। আক্রান্তদের মধ্যে দুইজন শিশু ও একজন নারী। সোমবার দুপুর সাড়ে ১২টায় নিয়মিত সংবাদ সম্মেলনে এ কথা জানান সংস্থার পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ১০ জনের ল্যাব টেস্ট করা হয়েছে। এতে নতুন ৩ রোগী পাওয়া গেছে। এই তিন জন আগে আক্রান্ত দুইজনের পরিবারের সদস্য। দেশে স্থানীয়ভাবে কভিড ছড়াচ্ছে বলেও জানান তিনি।আক্রান্তদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানান আইইডিসিআরের পরিচালক। তিনি বলেন, এ নিয়ে দেশে কভিডে আক্রান্ত হয়েছেন মোট ৮ জন। এদের মধ্যে তিনজন সুস্থ হয়েছেন।৮ মার্চ প্রথম তিন কভিড রোগী শনাক্ত হয়। এদের মধ্যে দুইজন ইতালি ফেরত প্রবাসী। বাকি একজন ছিলেন আক্রান্তদের একজনের স্ত্রী। এরপর ১৪ মার্চ ইতালি ও জামার্নি ফেরত আরো দুইজন শনাক্ত হয়।

আইইডিসিআর পরিচালক বলেন, ভাইরাসের লোকাল ট্রান্সমিশন হচ্ছে। যে কারণে একটি উপজেলার সব শিক্ষা প্রতিষ্ঠান, সভা-সমাবেশ ও সমাগম বন্ধের জন্য স্থানীয় প্রশাসনকে বলা হয়েছে।

অনলাইন নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে