মাগুরা প্রতিনিধিঃ মুজিববর্ষ উপলক্ষে “পরিছন্ন গ্রাম- পরিছন্ন শহর” কর্যক্রমের আওতায় মাগুরায় শহর পরিছন্নতা অভিযান শুরু হয়েছে।গতকাল শনিবার সকালে মাগুরা পৌরসভার আয়োজনে এবং জেলা প্রশাসক মোঃ আশরাফুল আলমের নেতৃত্বে পরিছন্নতা কার্যক্রম পরিচালিত হয়।

এ সময় জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে শহরের চৌরঙ্গীমোড় পর্যন্ত রাস্তার দুপাশের ময়লা আবর্জনা পরিস্কার করা হয়। অভিযান শেষে চৌরঙ্গী মোড়ে জনসচেতনা মূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন মাগুরা পৌরসভার মেয়র খুরশিদ হায়দার টুটুল, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পঙ্কজ কুÐু , উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আবু নাসির বাবলু, সদর উপজেলা নির্বাহী অফিসার আবু সুফিয়ান প্রমুখ। এসময় জেলার বিভিন্ন সরকারি, বে-সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ সকল স্থরের জনসাধারণ উপস্থিত ছিলেন।

প্রধান বক্তার বক্তব্যে জেলা প্রশাসক মোঃ আশরাফুল আলম বলেন, মুজিববর্ষ উপলক্ষে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশে “পরিছন্ন গ্রাম- পরিছন্ন শহর” কর্যক্রমের শুভ উদ্বেধন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারই ধারাবাহিকতায় পৌরসভার আয়োজনে মাগুরায় শহর পরিছন্নতা অভিযান শুরু হয়েছে। তিনি আরও বলেন প্রশাসনিক ভাবে শুধু পরিস্কার-পরিছন্নতা অভিযান করলেই হবে না সাধারণ মানুষকে সচেতন হতে হবে। আমাদের চারপাশের পরিবেশ যদি আমরা নিজেরা পরিস্কার-পরিছন্ন রাখি তবে ডেঙ্গু,করোনাসহ বিভিন্ন বড় ধরনের রোগ থেকে সুরক্ষা পেতে পারি।

শেখ ইলিয়াস মিথুন
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে