ঢাকার হাজারীবাগের বউ বাজারস্থ বালুর মাঠে মার্চ, ২০২০ খ্রি. তারিখে স্বেচ্ছাসেবী গবেষণাধর্মী প্রতিষ্ঠান রাইট টু পিস (আর. টু. পি.) ছিন্নমূল জনগোষ্ঠীর মধ্যে ডেঙ্গু প্রতিরোধ বিষয়ে সচেতনতামূলক অনুষ্ঠান আয়োজন করে অনুষ্ঠানটির মূল স্লোগান ছিল “ডেঙ্গু মুক্ত ঢাকা চাই” এর পূর্বে প্রতিষ্ঠানটি বিভিন্ন প্রাথমিক এবং মাধ্যমিক উৎস থেকে সংগৃহীত তথ্য উপাত্তের ভিত্তিতে ঢাকা শহরের ডেঙ্গুপ্রবণ এলাকাগুলো চিহ্নিত করেছে ধারাবাহিকতায় আজ ৫৫ নং ওয়ার্ডের অন্তর্ভূক্ত এলাকায় ডেঙ্গু প্রতিরোধ বিষয়ক সচেতনতামূলক কর্মসূচি পরিচালনা করে

বাংলাদেশের সম্ভাবনাময় তরুণ জনগোষ্ঠীকে একত্রিত করে সমাজ সচেতনতামূলক এবং উন্নয়নধর্মী বিভিন্ন কার্যক্রম দেশব্যাপী পরিচালনা করা আর. টু. পি’র মূল লক্ষ্য প্রতিষ্ঠানটি মনে করে, গত বছরের ডেঙ্গুর ভয়াবহতা প্রকোপ বৃদ্ধির কারণে বছরের শুরুতেই সম্পর্কিত জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনার মাধ্যমে রোগের প্রাদুর্ভাব কমানো সম্ভব তারই পরিপ্রেক্ষিতে ডেঙ্গু সচেতনতামূলক বিষয়ে বক্তব্য রাখেন আর. টু. পি’র স্বেচ্ছাসেবক রাবেয়া আক্তার সাথী, রুহি রুসাবা জাহওয়া জাহান, এবং খাদিজা আক্তার অনুষ্ঠানটির দ্বিতীয় পর্বে দুঃস্থ জনগণের মধ্যে বস্ত্র বিতরণ করা হয় পর্বটি সমন্বয় করেন আর. টু. পি’র স্বেচ্ছাসেবক মিফতাহুল জান্নাত 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আর. টু. পি’র ইভেন্ট কোঅর্ডিনেটর মোঃ সানিকুদরাত সাকি ছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানের সঞ্চালনা করেন প্রতিষ্ঠানটির স্বেচ্ছাসেবক এস এম মঞ্জুরুল মোরশেদ মুন অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় জড়িত ছিলেন আর. টু. পি’র স্বেচ্ছাসেবক কাজী নিশাত আনজুম, আজদিকা আফসানা, এবং আফনান হোসেন ছাড়াও অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির স্বেচ্ছাসেবক জারিফ, রায়হান, সানজিদ, শাকিলা, ইপ্তি, আমান, সিয়াম, করবী, নাবিলা এবং নিশা উপস্থিত ছিলেন ভবিষ্যতে ধরনের কার্যক্রম ঢাকাসহ পর্যায়ক্রমে দেশের অন্যান্য স্থানে আয়োজন করা হবে বলে আর. টু. পি’র স্বেচ্ছাসেবকগণ জানিয়েছেন  

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে