মাগুরা প্রতিনিধিঃ মাগুরা শহরতলীর পারনান্দুয়ালী ৩নং ব্রীজ মোড়ে ট্রাকের ধাক্কায় ইঞ্জিন চালিত নসিমন উল্টে চালক নিহতের ঘটনায় ঢাকা-খুলনা মহাসড়কে ঘন্টাব্যাপী অবরোধে তিব্র জানজটে জন দূর্ভোগের সৃষ্টি হয়।

মাগুরা ট্রাফিক পরিদর্শক নাজমুল হাসান জানান, আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে এ সড়ক দূর্ঘটনায় ঘটনাস্থলে নসিমন চালক কিবলু মোল্ল্যা (৪৫) নিহত হয়। সে মাগুরা পারনান্দুয়ালী গ্রামের সনো মোল্ল্যার পুত্র। তার মৃত্যুর প্রতিবাদে স্থানীয় জনতা মহাসড়কে ইট ফেলে ঘন্টাব্যাপী অবরোধ সৃষ্টি করে। ফলে রাস্তার দু-পাশে যানজটের সৃষ্টি হয় এবং যাত্রী দূর্ভোগ বাড়ে।

পরে রাস্তায় স্পীড ব্রেকার দেওয়ার আশ্বাসে অবরোধ তুলে নিলে যানচলাচল স্বাভাবিক হয়। মাগুরা জেলা পুলিশ ঘাতক ট্রাকটি আটক করেছে কিন্তু এ সময় ট্রাক চালক পালিয়ে যায়।

শেখ ইলিয়াস মিথুন
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে