আজ থেকে শুরু হয়েছে জাটকা ধরায় নিষেধাজ্ঞা। যা চলবে ৩০ এপ্রিল পর্যন্ত। মৎস্য বিভাগ জানিয়েছে, প্রতিবছরের মতো এবারও ইলিশ সংরক্ষণ ও বিভিন্ন প্রজাতির মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

নিষেধাজ্ঞার কারণে মেঘনা-তেঁতুলিয়াসহ সকল অভয়াশ্রমগুলোতে মাছ ধরা বন্ধ রয়েছে। পাশাপাশি মাছ মজুদ ও বাজারজাত সম্পূর্ণ নিষেধ। এসময়টায় প্রকৃত জেলেদের খাদ্য সহায়তা হিসেবে চাল বিতরণ করা হবে। এদিকে, নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে জাল ফেলায় ভোলায় ১৪ জেলেকে ১ বছর করে কারাদণ্ড দেয়া হয়েছে।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে