ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতাঃ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রসুলপুর গ্রামের তিতাস নদীর তীরে ‘প্রকৃতির সান্নিধ্যে শিশুরা’ শ্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া শিশু নাট্যমের আয়োজনে শিশুদের তিনদিনব্যাপী শীতকালীন আর্ট ক্যাম্প বৃহস্পতিবার শুরু হয়েছে।
গত বৃহস্পতিবার সকালে রসুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান অতিথি হিসেবে তিনদিনব্যাপী আর্ট ক্যাম্পের উদ্বোধন করেন সিভিল সার্জন ডা. মো. শাহ আলম।
রসুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হেলাল উদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদ সদস্য মোঃ জহিরুল ইসলাম ভূঞা, প্রেস ক্লাবের সাধারন সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী।
ব্রাহ্মণবাড়িয়া শিশু নাট্যমের সাধারণ সম্পাদক নিয়াজ মোহাম্মদ খান বিটুর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের শিক্ষক দীপ্ত মোদক। তিনদিনব্যাপী আর্ট ক্যাম্পে ১৮৫জন শিশু অংশ গ্রহণ করে। আগামী শনিবার শেষ হবে তিনদিন ব্যাপি এই আর্ট ক্যাম্প। এই ক্যাম্পে আঁকা শিশুদের ছবি বাছাই করে পরবর্তীতে প্রদর্শনী অনুষ্ঠিত হবে।
আর্ট ক্যাম্পে আসা প্রিয়া বিশ্বাস নামে এক শিক্ষার্থী জানায়, চোখের সামনে থাকা দৃশ্য দেখে আঁকতে পেরে তার খুব ভালো লাগছে।তরুণি খন্দকার জানায়, ক্যাম্পে এসে তারও ভালো লাগছে। সকালে খেলাধুলার পর দুপুর থেকে তাদেরকে ছবি আঁকতে দেয়া হয়েছে।
এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া শিশু নাট্যমের সাধারণ সম্পাদক নিয়াজ মোহাম্মদ খান বিটু বলেন, ‘শিশুদের প্রতিভা বিকাশের জন্যই আমাদের এই আয়োজন। নির্ধারিত আর্ট ক্লাশের বাইরে এ ধরণের আয়োজন শিশুদের প্রতিভাকে আরো বেশি সমৃদ্ধ করবে।
এ ব্যাপারে সিভিল সার্জন ডাঃ মোঃ শাহ আলম বলেন, ‘আয়োজনটি নিঃসন্দেহে ব্যতিক্রম। আঁকার উদ্দেশ্যে এসে প্রকৃতিকে দেখা, ঘোরাফেরার বিষয়টি বেশ আনন্দের। শিশুরা একদিকে যেমন বিষয়টি উপভোগ করছে অন্যদিকে তাদের সুপ্ত প্রতিভারও বিকাশ হবে।
জহির সিকদার
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ