আইনশৃঙ্খলা বাহিনীর ধারাবাহিক অভিযানে তৎপরতা একটু কমলেও এখনো সক্রিয় আছে ৩০টিরও বেশি কিশোর গ্যাং। আগের মতো দেয়ালে লিখন দিয়ে অস্তিত্ব জানাচ্ছে না তারা তবে ইভ টিজিং, ছিনতাই, অপহরণ, মাদক কারবারের মতো নানা অপরাধে জড়াচ্ছে মত বিশ্লেষকদের। আইনশৃঙ্খলা বাহিনী বলছে গ্যাং কালচারের অপরাধ পুরোপুরি নির্মূলে কাজ চলমান।

রাস্তায় ইভটিজিংয়ে অতিষ্ট মেয়েরা। প্রতিবাদ করলেই হাত ওঠে গায়ে। সিসি ক্যামেরায় ধরা পড়েছে মোহাম্মদপুরের কিশোর গ্যাং ‘লারা দে’র আধিপত্য। এলাকার এক বাসিন্দা বলেন, এদের অত্যাচারে আমরা অতিষ্ঠ। আমাদের মাবোনেরা বের হওয়া নিরাপদ না। ‘লারা দে’ গ্যাংয়ের মীম, নাহিদ, রাশেদ, ফাহাদ, আজিম এরা এলাকায় আধিপত্য বিস্তার করে। এলাকার আরো এক বাসান্দা বলেন, এদের জন্য সন্ধ্যার পর বের হওয়া যায় না। পারলে গায়ে হাত দেয়, ওড়না ধরে টান দেয়। এই গ্যাংয়ের প্রধান তামিমুর রহমান মীম। অসংখ্য অভিযোগ তার বিরুদ্ধে। নানা অপরাধে একাধিকবার আটকও হয়েছে পুলিশের হাতে। সবশেষ গত জুলাইয়ে ২২ সহযোগীসহ আটক হলেও ঢাকা সিটি নির্বাচনের আগেই ছাড়া পায় সে। আর তখন থেকেই আবারো বেপরোয়া ‘লারা দে’ গ্যাং। ত্রাসের রাজত্ব কায়েম করেছে মোহম্মদপুর এলাকায়।

অনুসন্ধানে জানা গেছে, মোহাম্মদপুরে ‘লারা দে’র পাশাপাশি ‘দেখে ল চিনে ল’, ‘কোপাইয়া দে’র মতো কিছু গ্যাং অপরাধে লিপ্ত। এছাড়া, হাজারীবাগে ‘বাংলা’, গেণ্ডারিয়ায় ‘লাভলেট’, বংশালে ‘জুম্মন’, মুগদায় ‘চান-জাদু’সহ আরো উদ্ভট নামে এখনো ৩০টির বেশি গ্যাং অপতৎপরতা চালাচ্ছে। মাঝে মধ্যেই বিভিন্ন অপরাধের কারণে গ্রেপ্তারও হচ্ছে তারা। জামিনে বেরিয়ে তারা আরো বেপরোয়া। পুলিশ জানিয়েছে, কিশোর গ্যাংগুলো আগের মতো সংগঠিত নয়। তবে বিক্ষিপ্তভাবে চালাচ্ছে নানা অপরাধমূলক কাজ।

ঢাকা উত্তরের গোয়েন্দা পুলিশের উপ কমিশনার মশিউর রহমান বলেন, কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে বিভিন্ন সময়ে অভিযান চালানো হয়েছে। আমাদের গোয়েন্দা পুলিশ অনেকগুলো তদন্ত করে এদের গ্রেপ্তার করা হয়েছে। একেবারে যে থেমে গেছে এমনটাই না। বিশ্লেষকেরা বলছেন, শুধু গ্রেপ্তার বা কারাগারে পাঠিয়ে কিশোর গ্যাং নির্মূল করা যাবে না। আইনি ব্যবস্থার পাশাপাশি বখে যাওয়া সন্তানকে সংশোধনের দায়িত্ব নিতে হবে অভিভাবককে। গতবছর ১৮ টি অভিযানে ২৭২ জনকে আটক করে র‍্যাব। আর গেল দুই বছরে গ্যাং তৎপরতায় প্রাণ যায় ৫ জনের।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে