কুষ্টিয়া প্রতিনিধিঃ গাছে গাছে নতুন পাতা, চারিদিকে পাখির কলকাকলি, পরনে হলুদ পাঞ্জাবি ও বাসন্তী রঙের শাড়ী সবমিলিয়ে প্রকৃতিতে বসন্তের আগমনী বার্তা। প্রাকৃতিক ও সাংস্কৃতিক সত্ত্বার সম্বনয়ে কুষ্টিয়া পৌরসভার বটতলায় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের আয়োজন শক্রবার বিকেলে বসন্ত উৎসব পালিত হয়।

উৎসবের উদ্বোধন করেন জননন্দিত পৌর মেয়র আনোয়ার আলী। আরও বক্তব্য রাখেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডীন ড. সরওয়ার মুর্শেদ, রবীন্দ্র পরিষদের সাধারণ সম্পাদক ড. আকলিমা খাতুন ইরা, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক শাহীন সরকার প্রমুখ। আলোচনা শেষে সংগঠনের শিল্পীদের অংশগ্রহণে সংগীত, নৃত্য ও কবিতা পরিবেশিত হয়। অনুষ্ঠানে বিপুল সংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।

এদিকে ভালবাসা দিবস ও বসন্ত উৎসব একইদিনে হওয়ায় বাড়তি মাত্রা যোগ হয়। শহরের বিনোদনকেন্দ্র ও রেস্তোরাঁগুলোতে ছিল উপচে পড়া ভিড়। অনেকে ভিন্নরকম আয়োজনের মধ্য দিয়েও দিবসটিকে পালন করে।

প্রিতম মজুমদার
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে