চলে গেলেন গায়ক, গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক কুটি মনসুর ।  মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ৯০ বছর বয়স্ক এই গুণী শিল্পী। কুটি মনসুর ফরিদপুরের চর ভদ্রাসন থানার লোহারটেক গ্রামে ১৯২৬ সালের ২৮ ডিসেম্বর জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা রামপুরার বনশ্রী ই ব্লগ থাকতেন। তার চার মেয়ে ও দুই ছেলে রয়েছে।

সত্তর ও আশির দশকে বাংলাদেশের আধুনিক বাংলা গানের পরিচিত একটি নাম কুটি মনসুর। কুটি মনসুর দীর্ঘ ৬০ বছরের সংগীতজীবনে পল্লিগীতি, আধুনিক, জারি-সারি, পালাগান, পুঁথিপাঠ, ভাটিয়ালি, মুর্শিদি, মারফতি, আধ্যাত্মিক, দেহতত্ত্ব, হামদ-নাত, ইসলামি প্রভৃতি বিষয়ে প্রায় আট হাজার গান লিখেছেন বলে জানান তাঁর বড় ছেলে খান মোহাম্মদ মজনু।

এর মধ্যে ‘আইলাম আর গেলাম’, ‘যৌবন জোয়ার একবার আসে রে’, ‘আমি কি তোর আপন ছিলাম না রে জরিনা’, ‘কে বলে মানুষ মরে’, ‘হিংসা আর নিন্দা ছাড়ো’, ‘সাদা কাপড় পরলে কিন্তু মনটা সাদা হয় না’সহ বেশ কিছু গান দারুণ জনপ্রিয় হয়।তাঁর কথা ও সুরে গান গেয়েছেন বাংলাদেশের প্রতিষ্ঠিত কণ্ঠশিল্পীরা। অসুস্থ হওয়ার মাস দু-এক আগে বঙ্গবন্ধু গবেষণা পরিষদ থেকে প্রকাশিত হয় কুটি মনসুরের লেখা ‘আমার বঙ্গবন্ধু, আমার একাত্তর’ বইটি।

তাঁর লাশ প্রথমে রামপুরায় নেওয়া হবে। সেখান থেকে দোহারের কুটি মনসুরের শ্বশুড় বাড়িতে দাফন করা হবে।

অনলাইন ডেস্ক, বিডি টাইমস নিউজ ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে