কুষ্টিয়া প্রতিনিধিঃ বহুমাত্রিক ঐতিহ্যে লালিত কুষ্টিয়ার সাংস্কৃতিক অঙ্গনে সুখ্যাতি রয়েছে দীর্ঘদিনের। সম্প্রতি খ্যাতির আরেকটি মাত্রা যুক্ত হয়েছে। সেটি হল তথ্য প্রযুক্তির ক্ষেত্র।

কুষ্টিয়া জেলার অর্ন্তগত খোকসা উপজেলার শিমুলিয়া ইউনিয়নকে পৃথিবীর প্রথম ইউটিউব ভিলেজ ঘোষণা করেছে সংশ্লিষ্ট কতৃপক্ষ। স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মোঃ দেলোয়ার হোসেনের নেতৃত্বে এই গ্রামের লিটনসহ ২৭ জন ব্যক্তির দ্বারা চ্যানেলটি পরিচালিত হয়। চ্যানেলটির নাম ‘এরাউন্ডমি বিডি’ (Around Me BD)। গ্রামীণ জীবন, বিভিন্ন গ্রামীণ রন্ধন প্রণালী, খড়ের মাধ্যমে বিভিন্ন জিনিস তৈরির প্রক্রিয়া বিশ্বব্যাপী তুলে ধরা হয় চ্যানেলটির মাধ্যমে। পাশাপাশি তারা সামাজিক কল্যাণমূলক কাজও করে থাকেন। শত শত মানুষের রান্না হয়, আর এই রান্নার শুরু থেকে শেষ পর্যন্ত শৈল্পিকভাবে তুলে ধরা হয় ভিডিওতে। বর্তমানে ২৩ লাখ ৬০ হাজারেরও বেশি মানুষ এরাউন্ড মি বিডি’র সাবস্ক্রাইবার। ১৬ জন মহিলা এবং ১১ জন পুরুষের সম্বনয়ে কাজগুলো সম্পন্ন করা হয়। বিভিন্ন উৎসবে তারা বিশেষ ধরনের কেক প্রস্তুত করে।

বিগত বছরের সেপ্টেম্বর মাসে তারা ব্যাপক সংখ্যক মানুষের জন্য ভোজনের আয়োজন করে সেখানে পাঁচজন আমেরিকান ব্যক্তি অংশ নেন। শহুরে যান্ত্রিকতা থেকে মুক্ত হয়ে সম্পূর্ণ গ্রামীণ পরিবেশে কর্মকান্ডটি পরিচালিত হয়। এবিষয়ে দেলোয়ার হোসেন বলেন বাংলাদেশের খাদ্য প্রণালী ও খাদ্যাভাসকে বিশ্ব দরবারে পরিচিত করানোই তাদের লক্ষ্য।

প্রিতম মজুমদার
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে