আন্তর্জাাতিক খ্যাতিসম্পন্ন পরমাণু বিজ্ঞানী এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী ড. এম. এ ওয়াজেদ মিয়ার ৭৫ তম জন্ম দিবস।
দিবসটি যথাযথ মর্যাদায় উদ্যাপনের লক্ষে রংপুরের ড. ওয়াজেদ স্মৃতি সংসদ আগামী ১৫ ও ১৬ ফেব্রুয়ারি দু’দিনের বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে।
এ উপলক্ষে গতকাল রোববার রাতে প্রেসক্লাব কমপ্লেক্সের ৩য় তলায় অবস্থিত ড. ওয়াজেদ স্মৃতি সংসদ এর অস্থায়ী কার্যালয়ে সংগঠনটির কার্যকরী কমিটির এক সভা অনুষ্ঠিত হয়।
ড. ওয়াজেদ স্মৃতি সংসদ-এর সিনিয়র সহ-সভাপতি, ড. এম. এ ওয়াজেদ মিয়া’র স্কুল জীবনের সহপাঠী এবং বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব মোঃ মনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় দু’দিনের এ কর্মসূচি গ্রহণ করা হয়।
কর্মসূচির আওতায় আগামী ১৫ ফেব্রুয়ারী বিকেল ৩টা থেকে স্কুলের ছাত্র-ছাত্রীদের ৩টি গ্রুপে চিত্রাঙ্কন, আবৃত্তি, দেশাত্ববোধক গান ও হাতের লেখা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
১৬ ফেব্রুয়ারি সকাল ন’টায় জেলার পীরগঞ্জ উপজেলার ফতেহপুর গ্রামে মরহুমের কবর জিয়ারত, পুষ্পমাল্য অর্পণ ও বিশেষ মুনাজাত এবং বাদ যোহর বিভিন্ন মসজিদে ড. এম. এ ওয়াজেদ মিয়া’র বিদেহী আত্মার শান্তি কামনা করে বিশেষ মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হবে।
একইদিন সন্ধ্যা সাড়ে ছ’টায় টাউন হলে আলোচনা সভা ও বিজয়ী শিশু-কিশোরদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে।
অনলাইন ডেস্ক, বিডি টাইমস নিউজ ।