ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা সংলগ্ন রাস্তায় যে কোনো গাড়ি ঢুকলেই দিতে হচ্ছে পার্কিং ফি। এসব রাস্তায় পার্কিং ফি আদায় করছেন ট্রাফিক পুলিশ সদস্যরা। তবে রপ্তানি উন্নয়ন ব্যুরো বলছে নির্দেশনা ছাড়াই রাস্তা ব্যবহার করা গাড়ি থেকে টাকা নিচ্ছে পুলিশ। আর সুনির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থার আশ্বাস দিয়েছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বাণিজ্যমেলা উপলক্ষ্যে মেলার সামনের রাস্তায় সীমিত করা হয়েছে গাড়ি চলাচল। দর্শনার্থীদের গাড়ি রাখার জায়গা ঠিক করে দিয়েছে রপ্তানি উন্নয়ন ব্যুরো। কেবল এই পার্কিং স্পেস থেকে টোল আদায়ের কথা। তবে রাস্তা ব্যবহার করা সব গাড়ি থেকেই টাকা নিচ্ছে টোল আদায়ের দায়িত্বে থাকা ট্রাফিক পুলিশ।
মেলায় গাড়ি রাখার জায়গায় মোটর সাইকেলসহ তিন চাকার গাড়ির ফি ১০ টাকা, প্রাইভেট কার ২০ টাকা এবং মালবাহী গাড়ির ক্ষেত্রে ৩০ টাকা ধার্য করা হয়েছে। তবে আশপাশের রাস্তা দিয়ে চলা গাড়ি থেকে টাকা নেয়ার নির্দেশনা নেই বলে জানিয়েছে মেলা কর্তৃপক্ষ।
রাস্তায় গাড়ি থেকে টাকা তোলার সময় এ বিষয়ে প্রশ্ন করা হলেও তাৎক্ষণিক অস্বীকার করেন ট্রাফিক পুলিশ সদস্যরা।
আর ট্রাফিক পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দাবি এ ধরনের অভিযোগ তাদের জানা নেই। মেলার আশপাশের রাস্তা সাধারণ গাড়ির জন্য উন্মুক্ত বলেও জানিয়েছেন তারা।
বাণিজ্যমেলার পার্কিং ব্যবস্থাপনা নিয়ে বিশৃঙ্খলার পর কয়েক বছর আগে এ দায়িত্ব থেকে বেসরকারি ঠিকাদারদের সরিয়ে দেয়া হয়। এরপর থেকে দরপত্র ছাড়াই ব্যবস্থাপনার দায়িত্ব পাচ্ছে ট্রাফিক পুলিশ।