কুষ্টিয়া প্রতিনিধিঃ জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ কুষ্টিয়া শাখার আয়োজনে ও পৌরসভার সহযোগীতায় গতকাল শক্রবার পূর্ণিমা তিথিতে ৩৫ তম রবীন্দ্র সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের সভাপতি আলম আরা জুঁই এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজ এর ভাইস চেয়ারম্যান ও ইবির আইন বিভাগের অধ্যাপক ডঃ মোহাম্মদ জহুরুল ইসলাম বলেন রবীন্দ্রনাথ এবং বঙ্গবন্ধু বাঙালী জাতিকে বিশ্ব দরবারে পরিচিত করিয়েছেন। তিনি বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন। সাহিত্যের প্রতিটি ক্ষেত্রে তার স্পর্শ রয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইসালমী বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডীন ড. সরওয়ার মূর্শেদ। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক ড. আকলিমা খাতুন ইরা। আলোচনা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রিতম মজুমদার
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ