২০১৯ সালে ঢাকায় জীবনযাত্রার ব্যয় বেড়েছে সাড়ে ৬ শতাংশ। মঙ্গলবার কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ- ক্যাবের দ্রব্যমূল্য ও জীবনযাত্রার ব্যয় নিয়ে বার্ষিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। ক্যাবের প্রতিবেদন বলছে, জীবনযাত্রার ব্যয় বাড়ায় সবচেয়ে বেশি প্রভাব পড়েছে নিম্ন ও নিম্ন মধ্যবিত্তের ওপর।

গত বছরের শুরুতে নিত্যপণ্যের বাজার মোটামুটি স্বাভাবিক থাকলেও শেষ প্রান্তিকে ছিল উর্ধ্বমুখী। সেপ্টেম্বর থেকে রেকর্ড হারে বাড়তে থাকে পেঁয়াজের দাম যার কারণে চরম বিপাকে পড়তে হয় ভোক্তাদের। পাশাপাশি বাড়তি ছিলো চাল, তেল, লবণ, চিনিসহ বেশিরভাগ নিত্যপণ্যের দাম। এমনকি মৌসুমেও স্বস্তিতে ছিলো না শাক-সবজির বাজার।

এরই প্রেক্ষিতে ২০১৯ সালে দেশি পেঁয়াজের দাম বেড়েছে ৪৯ দশমিক পাঁচ দুই শতাংশ। আমদানি করা পেঁয়াজের দাম বেড়েছে ৭১ দশমিক এক এক শতাংশ। ক্যাব বলছে, সব মিলিয়ে গত বছর ঢাকায় জীবনযাত্রার ব্যয় বেড়েছে সাড়ে ৬ শতাংশ যা ২০১৮ সালে ছিলো ৬ ভাগে।ক্যাবের প্রতিবেদন বলছে, গত বছর পণ্যমূল্য ও সেবার মূল্য বেড়েছে ৬ দশমিক শূন্য আট ভাগ। একই সময়ে নিম্ন ও মধ্যবিত্তের বাড়ি ভাড়া বেড়েছে গড়ে ৮ দশমিক এক আট শতাংশ। এসময় ক্যাবের সভাপতি গোলাম রহমান বলেন, দামের উর্ধ্বগতির কারণে নতুন বছরে ভোক্তাদের জন্য অশনি সংকেত দেখছে সংগঠনটি।

গত বছর গ্যাসের দাম আবাসিকে বাড়ানো হয় ২১ শতাংশ পর্যন্ত, এ বছরেও বাড়তে পারে বিদ্যুতের দাম। জ্বালানির এমন মূল্যবৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করেছে ক্যাব।রাজধানীর ১৫টি খুচরা বাজার, ১১৪টি খাদ্যপণ্য, ২২টি নিত্যপণ্য ও ১৪টি সেবার তথ্য পর্যালোচনা করে এ হিসাব দিয়েছে ক্যাব।

অনলাইন নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে