চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে ছয়দিনব্যাপি অরিন্দম সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার (৭ জানুয়ারি) বিকেল ৪টায় জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংস্কৃতিক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি।
এরপর শোভাযাত্রা শেষে সম্মাননা, আলোচনা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে অংশ নেন অতিথিরা। আয়োজক সংগঠন অরিন্দম এর সভাপতি বজলুর রহমান জোয়ার্দারের সভাপতিত্বে অনু প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি।
বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাবেক মহাপরিচালক কৃষিবীদ হামিদুর রহমান, বিএআরআই এর মৃত্তিকা বিজ্ঞান বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রধান ড. সোহেলা আক্তার, জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দার টোটন, অতিরিক্ত পুলিশ সুপার কানাই লাল সরকার।
সোহেল রানা ডালিম
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ