কুষ্টিয়া প্রতিনিধিঃ কুষ্টিয়া পৌরসভার সহযোগিতায় টেগর লজে শক্রবার সন্ধায় সুইডেন’র লুন্ডু ইন্টারন্যাশনাল টেগোর কয়ার নামক একটি সাংস্কৃতিক দল সংগীত পরিবেশন করেছে। জাতীয় রবিন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ, কুষ্টিয়া জেলা শাখার আয়োজনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সঙ্গীতানুষ্ঠানের পূর্বে ইসলামী বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদ’র ডীন ড. সরয়ার মুর্শেদ রতন’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া পৌরসভা জননন্দিত মেয়র আনোয়ার আলী।
প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, পৌর এলাকার কবি আজিজুর রহমান সড়কে অবস্থিত রবিন্দ্র স্মৃতিবিজড়িত মিলপাড়াস্থ লেগর লজ (কুষ্টিয়া কুঠিবাড়ী) কুষ্টিয়া শহরের একমাত্র রবিন্দ্রচর্চা কেন্দ্র। এই লেগর লজে রবিন্দ্র প্রেমীরা দেশ-বিদেশ থেকে এক নজর দেখতে আসেন। তিনি আরো বলেন, রবিন্দ্রনাথ শুধু বাংলাদেশ আর ভারত বর্ষের মধ্যেই সীমাবন্দ নয়। বিভিন্ন দেশে রবিন্দ্রনাথের লেখা কবিতা ও গান বিশ্ববাসী তাদের নিজের ভাষায় উপস্থাপন করছে ।
আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন জাতীয় রবিন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক ড. আকলিমা খাতুন ইরা, কেন্দ্রিয় জাতীয় পরিষদ’র সদস্য অশোক সাহা, সুইডেন’র লুন্ডু ইন্টারন্যাশনাল টেগোর কয়ার টিম লিডার বুবু মুনসি একলুন্ড, সুইডেন থেকে আগত লর্স একলুন্ড কয়ার’র চেয়ারপারসন।এছাড়াও উপস্থিত ছিলেন কুষ্টিয়ার সিনিয়র জেলা ও দায়রা জজ অরুপ কুমার গৌস্বামী, অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৌহিদুল ইসলাম, অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিজট্রেট রেজাউল করিম সহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পিবৃন্দ এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। উল্লেখ্য অনুষ্ঠান শুরুর আগে রবিন্দ্রনাথের আবক্ষমূর্তিতে পুষ্পমাল্য অর্পন করেন অতিথিবৃন্দ।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ