মাগুরা প্রতিনিধিঃ চ্যানেল আই প্রকৃতি মেলা ২০২০ উপলক্ষে ‘সুন্দর প্রকৃতিতে গড়ি সুস্থ জীবন’ এই প্রতিপাদ্য নিয়ে মাগুরায় আজ র্যালি ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে চ্যানেল আই জীবন ও প্রকৃতি ফাউন্ডেশন মাগুরা জেলা শাখা।

মাগুরা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুমার কুন্ডু। মাগুরা প্রেসক্লাবের সাধারন সম্পাদক চ্যানেল আই জীবন ও প্রকৃতি ফাউন্ডেশন মাগুরা জেলা শাখার সদস্য সচিব সম্পাদক শামীম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাংবাদিক খান শরাফত হোসেন, অমিত মিত্র, অলোক বোস, শফিকুল ইসলাম শফিক, রূপক আইচ, শরীফ তেহেরান টুটুল, সাগর জামান প্রমুখ। এর আগে একটি বর্ণাঢ্য র্যালি শহর প্রদক্ষিণ করে।
অনুষ্ঠানে পরিবেশ ও প্রকৃতি বাঁচাতে নদী রক্ষা, বৃক্ষ রোপন, প্লাষ্টিক ও পলিথিন দ্রব্য পরিহারসহ নানা সুপারিশ তুলে ধরা হয়।
শেখ ইলিয়াস মিথুন
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ














